For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কোমেন' ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ, অতি ভারী বৃষ্টিপাত হবে রাজ্য জুড়ে

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩১ জুলাই : শক্তি হারিয়ে রাজ্য ঢুকছে ঘূর্ণিঝড় 'কোমেন'। যদিও প্রবল বেগে হাওয়া বইলেও সেভাবে ঝড়ের কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। তবে গোটা দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে রাজ্য আবহাওয়া দফতর।

ঘূর্ণিঝড় কোমেনের ফলে বাংলাদেশ ও মায়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষের প্রাণহানি হয়েছে, বাংলাদেশের চট্টগ্রাম, কক্সবাজার, সন্দ্বীপ উপকূলের এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে।

'কোমেন' ঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ, অতি ভারী বৃষ্টিপাত হবে রাজ্য


তবে স্বস্তির খবর, আগের চেয়ে অনেকটাই দুর্বল হয়েছে কোমেনের প্রভাব। আর অপেক্ষাকৃত দুর্বল কোমেনই দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে চলেছে। এর প্রভাবে নদিয়া, দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি সহ মুর্শিদাবাদ ও দুই মেদিনীপুরেও পড়বে।

এই জায়গাগুলিতে কয়েকদিন বৃষ্টির প্রভাব বজায় থাকবে। কয়েকটি জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি ওড়িশা ও ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলের মধ্যেই কোমেনের প্রভাব দেখা দিতে শুরু করবে রাজ্যে। ঝোড়ো হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টির প্রভাব চলবে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

English summary
Cyclone Komen crosses Bangladesh coast, likely to hit West Bengal, Odisha with heavy rain
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X