For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ভিডিও) বোমা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, নেতার আদেশই কী পালন করলেন অনুগামীরা?

Google Oneindia Bengali News

বোমা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ, নেতার আদেশই কী পালন করলেন অনুগামীরা?
পাডুই (বীরভূম), ২৪ অক্টোবর : মজুত বোমা উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি ঘটেছে বীরভূমের চৌমণ্ডলপুর গ্রামে। পাড়ুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত গুরুতর জখম হয়েছে। সিউরির সদর হাসপাতালে আপাতত চিকিৎসাধীন তিনি। এছাড়াও এসআই সহ আরও ৪ জন পুলিশ কর্মী আহত হয়েছেন।

এদিন স্বাস্থ্যকেন্দ্র বোমা মজুত রয়েছে খবর পেয়ে পাডুই থানার ওসি প্রসেনজিৎ দত্ত সহ একটি পুলিশের দল এলাকায় যায়। আক্রান্ত ওসির কথায়, আচমকা কয়েকজন লাঠি, বোমা ইট নিয়ে তাঁদের উপর আক্রমণ করে। পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়। আর তাতেই গুরুতর জখম হয়েছেন প্রসেনজিৎবাবু। পুলিশের তরফে এই ঘটনাকে পরিকল্পিত আক্রমণ বলে অভিযোগ তোলা হয়েছে। চৌমণ্ডলপুরের পাশাপাশি সাততোড়েও আক্রান্ত পুলিশ।

যে গাড়ি করে প্রসেনজিৎ বাবু যাচ্ছিলেন সেই গাড়ির চালকের কথায় আচমকা হামলায় দিশা না পেয়ে গাড়ি চালাতে শুরু করেন তিনি। প্রসেনজিৎ বাবু গাড়িতে উঠতে যাওয়ার মুখে তাঁকে ইঁট ছুঁড়ে মারা হয়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি। এরপর কোনওমতে তাকে গাড়িতে তুলে যাওয়ার সময় ফের বোমা নিয়ে হামলা করা হয়। চালকের কথায় গাড়ি লক্ষ্য করে অনেকগুলিই বোমা ছোঁড়ে হয়েছিল কিন্তু ৫-৬টা গাড়িতে লেগেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, সাত্তোর স্বাস্থ্যকেন্দ্র থেকে ২০০টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে আরও বেশ কিথু অস্ত্রশস্ত্র। এর ফলে স্বাস্থ্যকেন্দ্র চিকিৎসা করাতে আসা রোগীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের এর আগে বলেছিলেন পুলিশকে লক্ষ্য করে বোমা মারো। সেই কথাই কী তাঁর অনুগামীরা অক্ষরে অক্ষরে পালন করলেন, প্রশ্ন উঠছে তা নিয়ে। রাজ্য়ের বিভিন্ন রাজনৈতিক দলগুলি এই ঘটনার তীব্র সমালোচনা করেছে।

বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা জানিয়েছেন, এই ঘটনাই আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় রাজ্য়ের আইনশৃঙ্খলা কোথায় এসে দাড়িয়েছে। নেতার আদেশ অক্ষরে অক্ষরে পালন করে পাড়ুই থানার লোকজন পুলিশকে বোমা মেরে দেখিয়ে দিলেন। পুলিশেরই নিরাপত্তা যেখানে নেই সেখানে সাধারণ মানুষ স্বস্তিতে থাকবে কী করে। এই ঘটনায় পুলিশমন্ত্রীর বিবৃতি কামনা করি।

অন্যদিকে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, বোমা উদ্ধার করতে গিয়ে বোমার নিশানা হবে পুলিশ এ কখনও কোনও রাজ্যেই কাম্য নয়। কিন্তু নেতাদের প্রশ্রয় থাকলে দুষ্কৃতীরাতো মাথায় চড়বেই।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কথায়, শুধু পাড়ুই না সারা পশ্চিমবঙ্গ অপরাধীদের তালিকায় তৃণমূল শীর্ষে। পুলিশকে যদি আজকের পরও জোর করে বেঁধে রাখা হয়, চাপ দিয়ে নিষ্ক্রিয় করে রাখা হয় তাহলে পুলিশের উপর বিপদ আরও ঘনাবে।

<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/lcI4sYV20c4?feature=player_detailpage" frameborder="0" allowfullscreen></iframe></center>

English summary
Video: West Bengal: Cops attacked by villagers in Parui in Birbhum district who were trying to recover crude bombs and arms
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X