For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসন্ন পঞ্চায়েতে মালদহের ‘গড়’ ধরে রাখতে জনসংযোগে জোর কংগ্রেসের

মালদহ যে এখনও তাঁদেরই গড়, তা প্রমাণ করতে পঞ্চায়েত নির্বাচনকেই নিশানা করেছে কংগ্রেস। যে কোনও মূল্যে আবারও জেলা পরিষদ দখল করারই তাঁদের উদ্দেশ্য।

  • |
Google Oneindia Bengali News

মালদহ, ২৫ মার্চ : মালদহ যে এখনও তাঁদেরই গড়, তা প্রমাণ করতে পঞ্চায়েত নির্বাচনকেই নিশানা করেছে কংগ্রেস। যে কোনও মূল্যে আবারও জেলা পরিষদ দখল করাই তাঁদের উদ্দেশ্য। তৃণমূল যতই দল ভাঙিয়ে জেলা পরিষদ দখল করুক, আসন্ন নির্বাচনে তাঁর জবাব দেবেন মানুষ। মালদহ জেলা কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নুর বলেন, মানুষের থেকে বড় শক্তি কেউ হতে পারে না। আমরা তাই জনসংযোগেই জোর দিচ্ছি।[ভোট আসছে, মালদহে আর্সেনিকমুক্ত পানীয় জলের দাবিতেও পড়েছে সিলমোহর]

সেইসঙ্গে এবার প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান মৌসম। তাঁর কথায়, এবার পঞ্চায়েতের তিনটি স্তরেই এমন প্রার্থীদের চয়ন করা হবে, যাঁরা শত প্রলোভনেও দলত্যাগে রাজি হবেন না। আর তৃণমূল যে উপায়ে মালদহ জেলা পরিষদ দখল করেছে, তার যোগ্য জবাব পাবে এবার। মালদহের মানুষ সেই অপেক্ষায় দিন গুণছেন।[বাংলার পঞ্চায়েত বিশ্বসেরা, বিশ্বব্যাঙ্কের তকমাই ভোট-যুদ্ধে হাতিয়ার করবে শাসক শিবির]

আসন্ন পঞ্চায়েতে মালদহের ‘গড়’ ধরে রাখতে জনসংযোগে জোর কংগ্রেসের

এক বছর আগে বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের মধ্যে মালদহের গড়ে শক্তি ধরে রাখতে সমর্থ হয়েছিল কংগ্রেস। তৃণমূল এখানে মাত্র একটি আসনে জয়লাভ করে। বাকি ১১টি আসন ভাগাভাগি করে নেয় কংগ্রেস ও বামফ্রন্ট। কিন্তু তারপরই 'খেলা' শুরু করে তৃণমূল। দল ভাঙিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ দখল করে নেয়। একজন বাম ও একজন নির্দল বিধায়কও যোগ দেন তৃণমূলে।[পঞ্চায়েত ও রেশন ব্যবস্থায় দুর্নীতি রুখতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতার]

তবু আত্মবিশ্বাস ঝরে পড়ছে মৌসম বেনজির নুরের গলায়। তিনি এবার স্লোগান তুলেছেন 'মানুষের পঞ্চায়েত' গড়ার। রণকৌশল স্থির করে ফেলেছেন। বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়া হবে না তৃণমূল, সিপিএম, বিজেপিকে। চতুর্মুখী লড়াই হলেও জিতবেন তাঁরাই। মালদহের মানুষ তাঁকে নিরাশ করবে না, এই বিশ্বাস রয়েছে।

কংগ্রেস কর্মীদের এখন থেকেই প্রচার চালানোর নির্দেশ দিয়েছেন। বুথে বুথে ঘুরে জনসংযোগ তৈরি করছে কংগ্রেস। মানুষের পাশে দাঁড়াচ্ছে। অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা চালাচ্ছে। এর পরের ধাপে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে সভা করবেন কংগ্রেস নেতৃত্ব। হাত চিহ্নে জয়ী হয়ে যাতে কেউ তৃণমূলে যেতে না পারেন তা বন্ধ করতেও বিশেষ উদ্যোগী দল।

English summary
Congress is giving importance to public relation for upcoming panchayet election to retain position of Malda.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X