For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি নিয়ে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর, কী অভয় বাণী রাজ্যবাসীর উদ্দেশে

‘আমরা জিএসটি-র পক্ষেই ছিলাম। জিএসটি ভেবেচিন্তে লাগু করতে বলেছিলাম। কিন্তু এখন অনেক কিছুই বদলে গিয়েছে। আমরা তাই প্রতিবাদ করছি। মানুষকে নিয়ে মানুষের জন্য লড়ব।’

Google Oneindia Bengali News

জিএসটি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বর্ধমানের প্রশাসনিক সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, জিএসটি লাগু করে সব বেচে দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্র। জুলুম চালানো হচ্ছে সাধারণ মানুষের উপর। মানুষকে সত্য জানতে দেওয়া হচ্ছে না। তিনি জিএসটি-র বিরোধিতা করে রাজ্যবাসীকে অভয় দিয়েছেন, এখনই রাজ্যে লাগু হচ্ছে না জিএসটি। অন্তত ছ'মাস নিশ্চিন্ত থাকতে পারেন রাজ্যের মানুষ।

মুখ্যমন্ত্রী এদিন চাঁছাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। বলেন, 'এয়ার ইন্ডিয়াকে বেচে দেওয়ার চক্রান্ত চলছে। রেলের স্টেশন পর্যন্ত বেচে দিতে চাইছে বিজেপি। মানুষের কথা বলার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। এমনকী সংবাদমাধ্যমকেও ছাড়তে চায় না ওরা। সব সংবাদমাধ্যমকে কিনে নিতে চাইছে। ওষুধের দাম বেড়ে গিয়েছে। আরও অনেক জিনিসের দাম বাড়ছে। মানুষকে এসব জানতে দেওয়া হচ্ছে না।'

জিএসটি নিয়ে কেন্দ্রকে তোপ দেগে রাজ্যবাসীকে অভয় মুখ্যমন্ত্রীর

মমতা বলেন, 'সাধারণ মানুষের বিরুদ্ধে জুলুম চলছে। ভয় দেখানো হচ্ছে। কিন্তু এসবের বিরুদ্ধে কাউকে না কাউকে তো বলতেই হবে। তাই আমি বলছি। আমি কাউকে ভয় পাই না। আমাকে চমকেও কোনও লাভ নেই। আমরা জিএসটি-র পক্ষেই ছিলাম। জিএসটি ভেবেচিন্তে লাগু করতে বলেছিলাম। কিন্তু এখন অনেক কিছুই বদলে গিয়েছে। আমরা তাই প্রতিবাদ করছি। মানুষকে নিয়ে মানুষের জন্য লড়ব।'

মুখ্যমন্ত্রীর অভিযোগ, 'দেশজুড়ে জুলুম চালাচ্ছে মোদী সরকার। হুমকি দিয়ে জিএসটি অর্ডিন্যান্স পাস করেছে কেন্দ্র। জিএসটি অর্ডিন্যান্স পাস না হলে ট্রেজারি কাজ করবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়। দেশে সবথেকে বড় দুর্নীতি হয়েছে নোট বাতিলে। জরুরি অবস্থার থেকেও ভয়ঙ্কর অবস্থা তৈরি হয়েছিল রাজ্যে। এখনও মানুষ ভুগছে নোট বাতিলের জেরে।' মুখ্যমন্ত্রী বলেন, 'কোনও কিছুর প্রতিবাদ করলেই সিবিআই লেলিয়ে দেওয়া হয়, আয়কর হানা হয়। কিন্তু আমরা সিবিআইকে ভয় পাই না।'

উল্লেখ্য, ১ জুলাই থেকে দেশে জিএসটি চালু হওয়ার কথা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জিএসটি চালুর অন্যতম বিরোধী। ইতিমধ্যেই মমতা ঘোষণা করেছেন, দিল্লির সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী আয়োজিত জিএসটি-র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবে না পশ্চিমবঙ্গ।

এদিন টি বোর্ড নিয়েও বিজেপিকে এক হাত নেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, টি বোর্ড সরানোর চক্রান্ত করছে বিজেপি। এর প্রতিবাদে কড়া চিঠি দেওয়া হবে কেন্দ্রকে। তিন বলেন, আমাদের এক অফিসারকে চেয়ারম্যান করার জন্য পাঠিয়েছিলাম। তাঁকে ডেপুটি চেয়ারম্যান করা হল। চেয়ারম্যান করল নিজের লোককে।

এদিন মুখ্যমন্ত্রী কেন্দ্রকে হুঁশিয়ারি দেন, 'আমরা দিল্লির উপর ভরসা করে থাকি না। নিজেদের কাজ নিজেরা করি। এই মর্মে তিনি কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন, একশো দিনের কাজ নিয়ে। রাজ্যে একশে দিনের কাজ হয়েছে মাত্র ৩৪ দিন। ডিসেম্বরের মধ্যেই ৫০দিন কাজ করতে হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একশো দিনের কাজে বর্ধমানের প্রশংসা করেন তিনি। এদিন ২৮টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। ২২টি প্রকল্পের উদ্বোধনও করেন।

English summary
CM Mamata Banerjee attacks BJP in GST issue from administrative meeting of Burdwan.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X