For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিদ্ধান্ত থেকে পিছু হঠল মমতার সরকারও, কোন বিষয়ে জেনে নিন

মুচলেকা বিতর্কে পিছু হঠতে বাধ্য হল মমতার সরকার। কলকাতার ৪ টি সরকারি হস্টেলে তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রীদের থাকতে গেলে,মুচলেকা দেওয়ার নির্দেশ ছিল। বিতর্ক দেখা দেওয়ায় আবেদন পত্রটি সরানো হয়

  • |
Google Oneindia Bengali News

মুচলেকা বিতর্কে পিছু হঠতে বাধ্য হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

কলকাতার ৪ টি সরকারি হস্টেলে তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রীদের থাকতে গেলে, "আমি অন্তর্ঘাতমূলক কোনও কার্যকলাপ অথবা সরকারের বিরুদ্ধে কোনও আন্দোলনে যুক্ত নই।" এমনই মুচলেকা দেওয়ার নির্দেশ ছিল।

সিদ্ধান্ত থেকে পিছু হঠল মমতার সরকারও, কোন বিষয়ে জেনে নিন

তপশিলি ও আদিবাসী ছাত্রছাত্রীদের কলকাতায় পড়াশোনার জন্য কলকাতায় ৪ টি হস্টেল আছে। রাজ্য়ের অনগ্রসর কল্য়াণ দফতর পরিচালিত ৪ টি হস্টেলে ৮৪ জন ছাত্র এবং ৫৩ জন ছাত্রী থাকার বন্দোবস্ত আছে। ৬ জুলাই এই ৪ টি হস্টেলে থাকার জন্য আবেদন পত্র জমা দেওয়ার নোটিস দিয়েছিল অনগ্রসর ও আদিবাসী উন্নয়ন ডিরেক্টরেট। নোটিসের সঙ্গে দেওয়া হয়েছিল ওই আবেদন পত্র।

সিদ্ধান্ত থেকে পিছু হঠল মমতার সরকারও, কোন বিষয়ে জেনে নিন

বিষয়টি ছাত্রছাত্রীদের নজরে আসার পর থেকেই সোশ্য়াল মিডিয়া এবং সংবাদ মাধ্য়মে ঝড় ওঠে। সরকারি হস্টেলে থাকলে গেলে ছাত্রছাত্রীদের দিয়ে মুচলেকায় স্বাক্ষর করানোর বিরুদ্ধে সরব হয় মানবাধিকার সংস্থা এপিডিআর। সরব হয় রাজ্যের বিরোধী দলগুলিও। সমালোচনার ব্যাপারটি নবান্নের নজরে আসে। এরপরেই বিষয়টি সংশোধন করতে উপজাতি ও অনগ্রসর দফতরের মন্ত্রী জেমস কুজুরকে নির্দেশ দেওয়া হয়। সরকারি সাইট থেকে সরিয়ে নেওয়া হয় আবেদনপত্রটি।

English summary
Circular remove from government website, which creates hue and cry in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X