For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অশান্তি ঠেকাতে শিলিগুড়িতে নজরদারি, বিস্তারিত দেখুন

সমতলে পাহাড়ের অশান্তি ঠেকাতে শিলিগুড়ির সবকটি প্রবেশ পথে পুলিশের নজরদারি। দার্জিলিং মোড়, শালুগাড়াসহ একাধিক প্রবেশপথে যানবাহনগুলিতে দিনে-রাতে তল্লাশি

  • |
Google Oneindia Bengali News

পৃথক রাজ্যের দাবিতে হওয়া আন্দোলনকে এবার সমতলেও বেশি করে ছড়িতে দিতে চাইছে মোর্চা নেতৃত্ব।

সম্প্রতি মোর্চা সমর্থকের মৃত্যুর পর সেই সমর্থকের পোস্টমর্টেম হয় শিলিগড়িতে। মোর্চা সমর্থকের দেহ নিতে শিলিগুড়ি গিয়ে কুকড়ি নিয়ে ভয় দেখানো হয় বলে অভিযোগ। এই ঘটনা ছাড়াও সমতলের বিভিন্ন জায়গায় মিছিলের সঙ্গে বিক্ষোভও দেখিয়েছে মোর্চা সমর্থকরা।

অশান্তি ঠেকাতে শিলিগুড়িতে নজরদারি

পাল্টা শিলিগুড়ির বিভিন্ন জায়গায় মিছিল ও বিক্ষোভ দেখায় একাধিক সংগঠন। এই পরিস্থিতিতে সমতলেও অশান্তি ছড়ানোর আশঙ্কা করছে পুলিশ।

দার্জিলিং মোড়, শালুগাড়াসহ শিলিগুড়ি শহরের একাধিক প্রবেশপথে যানবাহনগুলিতে দিনে-রাতে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও নজর রাখা হচ্ছে বিভিন্ন রাস্তায়।

অশান্তি ঠেকাতে শিলিগুড়িতে নজরদারি

নজরদারিতে সিসিটিভির সাহায্য নেওয়া হচ্ছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই চেকিং চলছে বলে শিলিগুড়ি পুলিশের তরফে জানানো হয়েছে।

English summary
Checking is going on at all entry points of Siliguri, to prevent spreading of GJM movement at plain land
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X