For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরের ছাড়পত্র দিল না কেন্দ্র

মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন সফরে যাওয়ার ছাড়পত্র দিল না কেন্দ্র। কেন্দ্রের বিজেপি শাসিত সরকার মনে করছে বিষয়টির সঙ্গে জড়িত রয়েছে জাতীয় নিরাপত্তা, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই ছাড়পত্র দেওয়া হয়নি।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৭ মে: মমতা বন্দ্যোপাধ্যায়কে চিন সফরে যাওয়ার ছাড়পত্র দিল না কেন্দ্র। কেন্দ্রের বিজেপি শাসিত সরকার মনে করছে বিষয়টির সঙ্গে জড়িত রয়েছে জাতীয় নিরাপত্তার প্রসঙ্গ, তাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে এই ছাড়পত্র দেওয়া হয়নি। এক প্রথম সারির বাংলা সংবাদপত্রে আজ এমনই তথ্য প্রকাশিত হয়েছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফরের ছাড়পত্র দিল না কেন্দ্র

এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনের কুনমিং যাওয়ার আমন্ত্রণ জানায় চিন সরকার। প্রথমে কেন্দ্রের তরফে সেই সফরকে সবুজ সংকেত দেওয়া হলেও পরে তা , সেই অনুমতি দেওয়া থেকে সরে আসে কেন্দ্র।

উল্লেখ্য কিছুদিন আগে আরুণাচল প্রদেশে দলাই লামার সফর নিয়ে ভারতকে একের পর এক কূটনৈতিক আক্রমণ করে চিন। বিষয়টিতে বেজডিং এর ওপর যে যথেষ্ট ক্ষুব্ধ দিল্লি, তা স্পষ্ট করতেই কেন্দ্রের এই পদক্ষেপ বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এছাড়াও, ভারত-চিন সংঘাতের আবহে মমতাকে কোনও রকম ফাঁদে ফেলতে পারে চিন। তাই মমতার সফরের ব্যাপারে আপত্তি জানানো হয়েছে, বলে খবর।

English summary
centre cancels mamata banerjee's chaina visit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X