For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই এখন কনস্পিরেন্সি ব্যুরো ইনভেস্টিগেশন, মাটি উৎসবে নিশানা মমতার

সিবিআইকে নিশানা করে আক্রমণ দাগেন মমতা, সিবিআই এখন কনস্পিরেন্সি ব্যুরো ইনভেস্টিগেশনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার সিবিআই-এর মতো এজেন্সিগুলোকে দলীয় কাজে ব্যবহার করছে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

বর্ধমান, ৯ জানুয়ারি : 'আমি অনেক সরকার দেখেছি, কিন্তু এমন গা জোয়ারি সরকার জীবনে দেখিনি। প্রতিবাদ করলেই ভয় দেখাচ্ছে কেন্দ্র। কিন্তু ওসব ভয় দেখিয়ে চুপ করানো যাবে না আমাকে। পারলে আমাকেও গ্রেফতার করুন।' শুধু মোদী সরকারই নয় মমতার নিশানা থেকে এদিন বাদ যায়নি সিবিআইও। সিবিআইকে নিশানা করে আক্রমণ দাগেন মমতা, সিবিআই এখন কনস্পিরেসি ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পরিণত হয়েছে। কেন্দ্রীয় সরকার সিবিআই-এর মতো এজেন্সিগুলোকে দলীয় কাজে ব্যবহার করছে।[নোট বাতিল মোদীর ফ্লপ শো, দেশজুড়ে টানা তিনদিন আন্দোলনে তৃণমূল, টুইটে জানালেন মমতা]

মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, তুঘলকি কায়দায় মানুষকে বিপাকে ফেলেছেন মোদীজি। আমরা কেন্দ্রের এই জনবিরোধী নীতির বিরুদ্ধেই সরব হয়েছিলাম। আর তা করতে গিয়েই সিবিআই জুজু দেখানো হচ্ছে। মোদীবাবুর নোট বাতিলের দু'মাসে সাধারণ মানুষের সর্বনাশ হয়ে গিয়েছে। সবার সর্বনাশ হচ্ছে আর মোদীবাবুর এখন মধুমাস। বর্ধমানের মাটি উৎসবের মঞ্চ থেকে ছন্দ মিলিয়ে নোট বাতিল ইস্যুতে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক হাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।[সুদীপকে গ্রেফতার : কলকাতায় সিবিআই দফতরে অবস্থান বিক্ষোভে তৃণমূল ]

সিবিআই এখন কনস্পিরেন্সি ব্যুরো ইনভেস্টিগেশন, মাটি উৎসবে নিশানা মমতার

মুখ্যমন্ত্রী কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, 'আমাদের ডিজিটাইজেশন শেখাবেন না মোদীবাবু। আমরাই প্রথম ডিজিটাইজেশন আনি। আর আপনি এখন ডিজিটাইজেশনের ভাঁওতা দেখিয়ে দেশকে ক্যাশলেস করতে চাইছেন। ক্যাশই নেই, আর ক্যাশলেস করবেন কীভাবে?'[চিটফান্ডে তৃণমূলকে শিক্ষা দিতে ফেব্রুয়ারিতে নবান্ন অভিযানের ডাক বামফ্রন্টের]

মমতার আরও আক্রমণ, সাধারণ মানুষকে এরা চোর বানিয়েছে। এখন চোররাই বড় গলা করে সাধারণ মানুষকে চোর বলছে। সারা দেশে এই দু'মাসে হাহাকার পড়ে গিয়েছে। কৃষি থেকে শুরু করে ব্যবসাক্ষেত্র মানুষ দুর্ভোগের শিকার। দেশের অর্থনীতি এই নোট বাতিলের প্রভাবে সমূহ ক্ষতির শিকার। ৫৫০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হয়েছে।

দেশের সর্বনাশের দিকে এগিয়ে চলেছে মোদীর এক সিদ্ধান্তে। অর্থনীতি দুর্বল হয়ে পড়েছে, তবু কেন এখনও বণিকমহল চুপ, প্রশ্ন ছুড়ে দেন মমতা। মমতা বলেন, সাধারণ মানুষের সর্বনাশ দেখে চুপ করে বসে থাকব কী করে। তাই প্রতিবাদে নেমেছি। মানুষের কথা বলা আমাদের কর্তব্য।

English summary
CBI now Conspiracy Bureau of Investigation : Mamata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X