For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার সারদা চিটফান্ড কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের

রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার সারদা চিটফান্ড কাণ্ডেও জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

  • By Ritesh
  • |
Google Oneindia Bengali News

ভুবনেশ্বর, ৮ জানুয়ারি : রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এবার সারদা চিটফান্ড কাণ্ডেও জেরা করল সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে এমনটাই জানা গিয়েছে।

রোজভ্যালি কেলেঙ্কারি : সিবিআইয়ের স্ক্যানারে আরও ৯ প্রভাবশালী তৃণমূল নেতা

রোজভ্যালিকাণ্ডে সিবিআইয়ের হাতে গৌতম কুণ্ডুর 'গোপন' ফোন

সূত্রের খবর, রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে সুদীপের যোগাযোগ নিয়ে একাধিক প্রমাণ সিবিআইয়ের হাতে এসে গিয়েছে। সেগুলিকে সামনে রেখেই তারা ধৃত তৃণমূল সাংসদকে জেরা করছে। তবে এর পাশাপাশি সুদীপের সারদা যোগ নিয়েও তথ্য হাতে রয়েছে গোয়েন্দাদের।

সারদা চিটফান্ড কাণ্ডেও সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেরা সিবিআইয়ের

সারদা কাণ্ডে ধৃত দেবযানী মুখোপাধ্যায়কে জেরার সময়ে সেই তথ্য উঠে এসেছে। জেরায় দেবযানী জানিয়েছেন, সারদার মিডল্যান্ড পার্কের অফিসে কারা কারা সেসময়ে নিয়মিত যেতেন বা কাদের সেখানে যেতে দেখা গিয়েছে।

দেবযানীর বয়ান অনুযায়ী সেই তালিকায় নাকি নাম রয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়েরও। অর্থাৎ তিনি সারদার মিডল্যান্ড পার্কের অফিসে গিয়েছেন বলে সিবিআই অফিসারেরা জানতে পেরেছেন। এই নিয়েই সারদা কাণ্ডে সুদীপকে একদফা জেরা করেন সিবিআই আধিকারিকেরা। যদিও সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেছেন বলে খবর।

এদিন রোজভ্যালি কাণ্ডে জেরার সময়ে সংস্থার অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন কিনা তা জিজ্ঞাসা করায় প্রথমে তা অস্বীকার করলেও দুটি ভিডিও ফুটেজ দেখানোর পরে তা স্বীকার করেন নেন সুদীপ। যদিও তাঁর দাবি, একজন রাজনৈতিক নেতা হিসাবে তিনি রোজভ্যালির অনুষ্ঠানে গিয়েছিলেন, তার বাইরে কিছু নয়।

English summary
After Rose Valley scam, now CBI officials interrogates arrested TMC MP Sudip Bandyopadhyay in Saradha chit fund scam also
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X