For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গরু পাচারের বরাত কার? বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত বৈষ্ণবনগর, গুলিবিদ্ধ ১

গরু পাচারের বরাত কার? এই দ্বন্দ্বেই অগ্নিগর্ভ হয়ে উঠল মালদহের বৈষ্ণবনগর। বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।

  • |
Google Oneindia Bengali News

মালদহ, ৩১ জানুয়ারি : গরু পাচারের বরাত কার? এই দ্বন্দ্বেই অগ্নিগর্ভ হয়ে উঠল মালদহের বৈষ্ণবনগর। বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। গুলিবিদ্ধ হয়ে একজন গুরুতর জখম হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে। এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নেমেছে র‍্যাফ, কমব্যাট ফোর্স। দুষ্কৃতীরাজ খতম করতে পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

মালদহের বৈষ্ণবনগরের গঙ্গা দিয়ে এপার বাংলা থেকে ওপার বাংলায় পাচার হয়ে যায় গরু। সেই গরু পাচার নিয়ন্ত্রণ করত দুষ্কৃতীদের একদল। এখন সেই দলের উপর থাবা বসাতে চাইছে দুষ্কৃীদের আর একটা গোষ্ঠী। তাই পাচারের 'বরাত' নিয়েই সোমবার রাত থেকে দফায় দফায় গণ্ডগোল বাধে এলাকায়। কোন গোষ্ঠীর হাতে পাচারের রাশ থাকবে, তা নিয়েই দ্বন্দ্ব বাধে। সেই দ্বন্দ্ব পৌঁছে যায় সঙ্ঘর্ষে। দফায় দফায় বোমাবাজি শুরু হয়ে যায় দুই দলের। সেইসময় গুলিও চলে।

গরু পাচারের বরাত কার? বোমা-গুলির লড়াইয়ে উত্তপ্ত বৈষ্ণবনগর, গুলিবিদ্ধ ১

দুই দুষ্কৃতীদলের লড়াইয়ের খবর পেয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযানে নামে। বিশাল পুলিশবাহিনীর পাশাপাশি র‍্যাফ ও কমব্যাট ফোর্সও নামানা হয়। পুলিশ ময়দানে নামতেই দুই দল নিবৃত্ত হয়েছে লড়াইয়ে।

English summary
Who is occupied cattle trafficking ring of Baishnabnagar in Maldaha? One was shot in clash between two groups.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X