For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন কমিশনের সামনে বিজেপির ধরনা, পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকাও

‘রাজ্যের শাসকদলকে কারচুপি করতে সহযোগিতা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আর স্বশাসিত সংস্থা নেই। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত করেছে রাজ্যের শাসকদল।’

Google Oneindia Bengali News

রাজ্য নির্বাচনী আধিকারিকের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। শাসক দলের বিরুদ্ধে ভোটে কারচুপি ও সন্ত্রাস চালানোর অভিযোগ এনে এদিন নির্বাচনী আধিকারিকের ইস্তফা দাবি করা হয়। কুশপুত্তলিকাও দাহ করা হয় নির্বাচনী আধিকারিকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও কুশপুত্তলিকা দাহ করেন বিজেপিকর্মীরা।

রবিবার রাজ্যে সাত পুরসভায় ভোটগ্রহণ করা হয়। এই ভোটে ব্যাপক কারচুপি করা হয় বলে অভিযোগ। বিজেপি অভিযোগ করে, রাজ্যের শাসকদলকে কারচুপি করতে সহযোগিতা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন আর স্বশাসিত সংস্থা নেই। নির্বাচন কমিশনকে দলদাসে পরিণত করেছে রাজ্যের শাসকদল।

বিজেপির ধরনায় পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা

সেই কারণেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এদিন ক্ষোভ উগরে দেন বিজেপি নেতা-কর্মীরা। তাঁদের দাবি, রাজ্য নির্বাচনী আধিকারিকের ভূমিকা নিরপেক্ষ নয়। তাই ওই পদে থাকার অধিকার হারিয়েছেন নির্বাচনী আধিকারিক। যতক্ষণ না তিনি পদত্যাগ করবেন, ততক্ষণ এই আন্দোলন চলতে থাকবে।

বিজেপি-র অভিযোগ, শাসক দল পুরভোটে অবাধ সন্ত্রাস চালিয়েছে। সিপিএম আমলকেও হার মানিয়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের আবহে রাজ্যে ভোট করেছে। পুরভোটে এই ব্যাপক কারচুপিই প্রমাণ করে দিচ্ছে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে।

এদিন রাজ্য নির্বাচন কমিশনের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করে বিজেপি নেতারা বলেন, নির্বাচন কমিশন তৃণমূলের কথায় উঠছে-বসছে। তাই আমরা নির্বাচনী আধিকারিকের পদত্যাগ দা্বি করছি। বারবার অভিযোগ জানিয়েছি। ভোটের আগে থেকে আবেদন জানিয়েছি কেন্দ্রীয় বাহিনী এনে সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার। কিন্তু নির্বাচন কমিশন সেই কথা কানে তোলেনি।

English summary
BJP burns effigy of Mamata Banerjee in front of Election Commission.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X