For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে জট অব্যাহত, ভেস্তে গেল অনুব্রত-কৃষক আলোচনা

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে জট অব্যাহত। কৃষকরা বিক্ষোভ মিছিল করে গুঁড়িয়ে দিয়েছিল প্রাচীর। মঙ্গলবার সেই প্রাচীর গড়ার কাজ শুরু হলেও ভেস্তে গিয়েছে আলোচনা।

  • |
Google Oneindia Bengali News

বীরভূম, ১ ফেব্রুয়ারি : বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে জট অব্যাহত। কৃষকরা বিক্ষোভ মিছিল করে গুঁড়িয়ে দিয়েছিল প্রাচীর। মঙ্গলবার সেই প্রাচীর গড়ার কাজ শুরু হলেও ভেস্তে গিয়েছে আলোচনা। অনিচ্ছুক কৃষকরা অনুব্রত মণ্ডলের বাড়িতে অলোচনায় বসতে রাজি নন। রাজি নন দ্বিপাক্ষিক আলোচনায়। তাঁরা চান আলোচনা হোক ত্রিপাক্ষিক। প্রশাসনও থাকুক, থাকুক সংবাদমাধ্যমের প্রতিনিধিরাও।

মঙ্গলবার আলোচনার সম্ভাবনা পণ্ড হয়ে যাওয়ার পর কৃষকরা শান্তি মিছিল করেছিলেন। সেই মিছিলে অনিচ্ছুক কৃষকদের দাবি, অনুব্রত মণ্ডলের বাড়িতে আলোচনায় বসার অভিজ্ঞতা আগে ছিল। সেই অভিজ্ঞতা থেকেই তাঁরা জানান, ওই আলোচনায় গালিগালাজ ছাড়া কিছুই হবে না। তাই আমরা ত্রিপাক্ষিক আলোচনার প্রত্যাশী।

বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় নিয়ে জট অব্যাহত, ভেস্তে গেল অনুব্রত-কৃষক আলোচনা

এদিকে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল জানিয়েছেন, বোলপুরে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়-সহ যে প্রকল্পগুলির পরিকল্পনা গৃহীত হয়েছে, সেগুলি সবই হবে। সুষ্ঠু আলোচনার মাধ্যমেই সমস্ত প্রকল্প হবে।

অনুব্রত মণ্ডল আরও বলেন, কৃষকরা আলোচনায় না এলে, আমি কৃষকদের কাছে যাবো। তাঁদের বোঝাবো। কৃষকদের ক্ষোভের নিবৃত্তি ঘটিয়ে ওই জমিতে প্রস্তাবিত প্রকল্প করা হবে। তাঁর কথায়, জমি অধিগ্রহণ হয়েছিল বাম আমলে। আমাদের সময়ে জমি নেওয়া হয়নি। তখন বর্গাদারদের কথা ভাবা হয়নি। তিনি আলোচনার মাধ্যমে সমস্ত সমস্যার সমাধান করতে পারবেন বলে আশাবাদী।

English summary
Biswabangla University of Bolpur : continued to tangle, disrupted anubrata-farmer talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X