For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলায় আইএসের 'স্লিপার সেল' হিসাবে কাজ করছে জামাত জঙ্গিরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৩০ অগাস্ট : বাংলাদেশ তথা এদেশের পশ্চিমবঙ্গ ও অসমে জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের শক্ত ঘাঁটি রয়েছে। সীমান্ত এলাকা হওয়ায় বাংলাদেশ থেকে সহজেই এরাজ্য ও অসম সহ বাকী রাজ্যে ঢুকে সন্ত্রাসের জাল বুনছে জামাত জঙ্গিরা। [এই ঘোষণার পরই সারা বিশ্বে রমরমা আইএস জঙ্গিদের]

তবে এখানেই শেষ নয়। আর ভয়ঙ্কর কিছু করছে জেএমবি জঙ্গিরা। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গি সংগঠন আইএসআইএসের সঙ্গে হাত মিলিয়ে এখন তাদের 'স্লিপার সেল' হিসাবে কাজ করছে জামাত জঙ্গিরা। [পশ্চিমবঙ্গেও এবার আইএসের ছায়া! বর্ধমানে আটক যুবকের সিরিয়া-যোগ!]

বাংলায় আইএসের 'স্লিপার সেল' হিসাবে কাজ করছে জামাত জঙ্গিরা

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যতগুলি সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাতে স্পষ্ট, আইএসের ভাবধারা অনুযায়ীই হামলা চলেছে, তবে তা চালিয়েছে জামাত জঙ্গিরা। এনআইএ-ও যে তদন্ত চালিয়েছে তাতে উঠে এসেছে যে গুলশনে রেস্তরাঁয় হামলার সময়ে জামাত জঙ্গিদের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে গিয়েছে আইএস জঙ্গিরা। [ভারতীয় ডাক্তার, ইঞ্জিনিয়ারদের ধরে জঙ্গি দলে ঢোকাতে চাইছে আইএসআইএস]

গোয়েন্দারা আইএস-জামাত গাঁটছড়া নিয়ে তদন্ত করতে গিয়ে দেখেছেন, গোটা বাংলাদেশ ও ভারতের একটি অংশে জামাত জঙ্গিদের বড় প্রভাব থাকায় আইএসের মতো জঙ্গি সংগঠন জামাতকে বেছে নিয়েছে। এখন জামাতকে টাকা জুগিয়ে, উদ্বুব্ধ করে হামলার ছক কষছে আইএস। [বারবার কেন ফ্রান্সকেই নিশানা বানাচ্ছে জঙ্গিরা? কী কারণ?]

বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর থেকে জেএমবির কার্যকলাপ অনেক বেড়ে গিয়েছে। গোয়েন্দাদের হিসাবে, পশ্চিমবঙ্গ ও অসমে অন্তত ৫০০ জনের বেশি জেএমবি জঙ্গি ও সন্দেহভাজনেরর উপস্থিতি নজরে এসেছে। একইসঙ্গে গোয়েন্দাদের সন্দেহ, পশ্চিমবঙ্গে বোমা ও বিস্ফোরক তৈরি করে তা বাংলাদেশে বিস্ফোরণে ব্যবহার করা হচ্ছে।

জাতীয় তদন্তকারী গোয়েন্দাদের মতে, শুধু বাংলা ও অসমেই নয়, দেশের অন্যান্য রাজ্যেও জামাত-আইএস জঙ্গিদের ছড়িয়ে দিতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জম্মু ও কাশ্মীরে এই দুই জঙ্গিগোষ্ঠীকে একত্র করে বড় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চলছে।

English summary
Bengal terror- JMB is the sleeper cell for the ISIS
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X