For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বাজেট ২০১৫: আগামী বছরের মধ্যে ১৭.৫ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা, বললেন অমিত মিত্র

Google Oneindia Bengali News

কলকাতা, ২৭ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় বাজেট পেশের একদিন আগে বাংলার বাজেট পেশ করছেন অমিত মিত্র। ২০১৫-১৬ আর্থিক বছরের জন্য এই বাজেট। কী কী থাকতে চলেছে এবারের বাজেটে?

বাংলার বাজেট ২০১৫: বাজেট বক্তৃতা দিচ্ছেন অমিত মিত্র

সাইভ আপডেট দেখুন এখানে

বিকেল ৪ টে ২০ মিনিট : আগামী বছরের মধ্যে ১৭.৫ লক্ষ কর্মসংস্থানের সম্ভাবনা আছে।

বিকেল ৪ টে ১৯ মিনিট : সামাজিক মুক্তি কার্ডের অধিকারিদের পেনশন বিভিন্ন ক্ষেত্রে বাড়ানোর প্রস্তাব।

বিকেল ৪টে ১৪ মিনিট : বিনোদনমূলক করছাড় (সঙ্গীতানুষ্ঠান, ম্যাজিক শোর ক্ষেত্রে) বাড়িয়ে ১০০ টাকা করা হল।

বিকেল ৪ টে ১৩ মিনিট : সম্পত্তি রেজিস্ট্রেশনের স্ট্যাম্প ডিউটি ৩০ লক্ষ থেকে বাড়িয়ে ৪০ লক্ষ করার প্রস্তাব।

বিকেল ৪ টে ১০ মিনিট : ভ্যাট নথিভুক্তের নিয়ন শিথিল করা হল।

বিকেল ৪ টে ৮ মিনিট : ভ্যাট নথিভুক্তের উর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ করার প্রস্তাব।

বিকেল ৪ টে ২ মিনিট : বরাদ্দ: কৃষিতে ১৫০০ কোটি টাকা , খাদ্য ও সরবরাহে ২০২ কোটি টাকা , খাদ্য প্রক্রিয়াকরণে ১৩৮ কোটি টাকা , জল সরবরাহে ৪৫০ কোটি টাকা, মৎস্যক্ষেত্রে ২০১৮.১ কোটি টাকা , সেচে ২০৪১ কোটি টাকা, জলসম্পদ ৫২৮ কোটি টাকা, স্বাস্থ্য ২৫৮০ কোটি টাকা, শিক্ষাক্ষেত্রে ৮৮৫০ কোটি, মহিলাদের জন্য ৮৩৬.৯৮ কোটি, শ্রমদফতরে ২৫০ কোটি, ক্রীড়া ক্ষেত্রে ১৮০ কোটি, যুবকল্যানে ১৬০ কোটি,স্বরাষ্ট্র দফতরে ২৭১ কোটি, সংস্কৃতিতে ২০০ কোটি, পরিবহণ ২৫০ কোটি, নগরোন্নয়নে ১৮৯৫ কোটি, শিশুকল্যানে ২৮০৯ কোটি, বিদ্যুতে ১২৯৫ কোটি, পৌরবিষয়ক ক্ষেত্রে ২৪৬৪ কোটি, অনগ্রসর শ্রেণী উন্নয়নে ৪৮৩ কোটি, সংখ্যালঘু উন্নয়নে ২০৩৩ কোটি, উত্তরবঙ্গ উন্নয়নে ৪৫০ কোটি, সুন্দরবন উন্নয়নে ৩৭০ কোটি, ক্ষুদ্র ও অতিক্ষুদ্র শিল্পে ৬১৮ কোটি, শিল্প ও বাণিজ্যে ৬৫৩.৫ কোটি,

বিকেল ৪ টে : কলকাতা-বাগডোগরা বিমানে জ্বালানীর বিক্রয় কর ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

দুপুর ৩ টে ৫২ মিনিট : রাজারহাটে ইকো পার্ক কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে।

দুপুর ৩ টে ৫১ মিনিট : সড়ক পরিবহনকে ব্যবস্থাকে উৎসাহিত করতে ৮৭৪টি নতুন বাস চালু করা হয়েছে।

দুপুর ৩টে ৫০ মিনিট : বাগডোগরা, আসানসোল এবং দূর্গাপুরে এয়ার ট্রাফিকের সীমা বাড়ানো হয়েছে।

দুপুর ৩টে ৪৭ মিনিট : উত্তরবঙ্গ শিল্প সম্মেলনে ২২০০ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব মিলেছে। এমএসএমই থেকে অতিরিক্ত ১৭০০ কোটি টাকার বিনিয়োহ প্রস্তাব পাওয়া গিয়েছে।

দুপুর ৩ টে ৪৬ মিনিট : নতুন জেলা আলিপুরদুয়ার করা হয়েছে। উত্তরকন্যা উত্তরবঙ্গের জন্য প্রশাসনিক ভবন করা হয়েছে।

দুপুর ৩ টে ৪৫ মিনিট : ২২টি নতুন টাউনশিপের জন্য ৩৪২০ কোটি টাকা দেওয়া হয়েছে।

দুপুর ৩ টে ৪৩ মিনিট : ২০১১ সালের আগে পর্যন্ত ৩৮৫ কিলোমিটার গ্রামীন রাস্তা ছিল। ২০১৩-১৪ পর্যন্ত তা বেড়ে হয়েছে ২৬৩১ কিলোমিটার।

দুপুর ৩টে ৪০ মিনিট : ৪৫ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক নিরাপত্তা দেওয়া হয়েছে।

দুপুর ৩ টে ৩৭ মিনিট : গত সরকারের তুলনায় ১০ গুণ বেশি সাইকেল বিতরণ করা হয়ছে।

দুপুর ৩টে ৩৬ মিনিট : ২.২৫ লক্ষ সংশাপত্র দেওয়া হয়েছে।

দুপুর ৩ টে ৩৫ মিনিট : ২০১৩ এবং ২০১৪ সালে দক্ষতা উন্নয়নে পশ্চিমবঙ্গ শীর্ষে রয়েছে।

দুপুর ৩ টে ৩৪ মিনিট : ৬৫ লক্ষ দুঃস্থ ছাত্রছাত্রীকে ১৩৯২ কোটি টাকার স্কলারশিপ দেওয়া হয়েছে। যা গত সরকারের তুলনায় ৮ গুণ।

দুপুর ৩ টে ৩২ মিনিট : ৩৫ টি নতুন পলিটেকনিক কলেজ তৈরি করা হয়েছে। আরও ৩২ টি হওয়ার মুখে।

দুপুর ৩ টে ৩১ মিনিট: ২০১১ সাল থেকে নতুন ৪৩টি আইটিআই তৈরি করা হয়েথে। আরও ৯২টি হওয়ার মুখে।

দুপুর ৩ টে ২৯ মিনিট : গত ৩ বছরে রাজ্যে ১৩ টি বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে। ৪০ টু কলেজ তৈরি করা হয়েছে।

দুপুর ৩ টে ২৮ মিনিট : ৪১৮টি নতুন প্রাথমিক স্কুল তৈরি করা হয়েছে। ১৪৩৮টি উচ্চমাধ্যমিক স্কুল তৈরি করা হয়েছে। ৬১৮টি মাধ্যমিক স্কুলকে উচ্চমাধ্যমিক স্কুলে উন্নীত করা হয়েছে। ৩১৯টি জুনিয়র স্কুলকে মাধ্যমিক স্কুলে উন্নীত করা হয়েছে। রাজ্যের স্কুলগুলির জন্য ৮৫,০০০ নতুন শ্রেণীকক্ষ তৈরি করা হয়েছে।

দুপুর ৩ টে ২৬ মিনিট : ৯৫ টি ফেয়ার প্রাইস শপ চালু করা হয়েছে। আর এর ফলে ১,৩০,০০০ মানুষ উপকৃত হয়েছেন।

দুপুর ৩ টে ২৪ মিনিট : জল সরবরাহের পরিমাণ গত ৩ বছরে ২৫২ শতাংশ বেড়েছে।

দুপুর ৩ টে ২৩ মিনিট : জল ধরো জল ভরো প্রকল্পে ১,১৮,০০০ পুকুর কাটা হয়েছে। লক্ষ্য ছিল ৫০,০০০।

দুপুর ৩ টে ২০ মিনিট : নিজ ভূমি নিজ গৃহ প্রকল্পে ২ লক্ষ ৩০ হাজার পাট্টা বিলি করা হয়েছে।

দুপুর ৩ টে ১৯ মিনিট : শেষ ৩ বছরে ২৫ লক্ষ শৌচাগার তৈরি হয়েছে।

দুপুর ৩ টে ১৭ মিনিট : একশো দিনের কাজের প্রকল্পে এ রাজ্য শীর্ষে রয়েছে।

দুপুর ৩টে ১৬ মিনিট : খাদ্য সুরক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। ৯১,০০০ ভুয়া রেশন কার্ড বাতিল করা হয়েছে।

দুপুর ৩ টে ১৪ মিনিট : ৯৫টি কিষাণ বাজার চালু করার পরিকল্পনা রয়েছে যার মধ্যে ৮৪টি ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে।

দুপুর ৩ টে ১২ মিনিট : গত ৩ বছরে খাদ্য ও খাদ্যশস্য সংরক্ষণের ক্ষমতা ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

দুপুর ৩ টো ১০ মিনিট : পশ্চিমবঙ্গের ঋণের বোঝা বহু। বারবার কেন্দ্রের কাছে আবেদন জানানো সত্ত্বেও ২৮,০০০ কোটি টাকা কেটে নিয়েছে কেন্দ্র।

দুপুর ৩ টে ২ মিনিট : মোট রাজ্যের আভ্যন্তরীন উৎপাদন বেড়ে হবে ১০.৪৮ শতাংশ।

দুপুর ৩ টে : সাধারণ মানুষ মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। তা আরও একবার প্রমাণিত হয়েছে। বললেন অমিত মিত্র।

English summary
(Live) Bengal Budget 2015: Update
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X