For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড হামলা, আক্রান্ত মাধ্যমিক ছাত্রী কিশোরী

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফের অ্যাসিড হামলা। মাধ্যমিকের ছাত্রী কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল এক যুবক। অ্যাসিড আক্রান্ত ওই কিশোরীর বউদিও।

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনা, ৯ ফেব্রুয়ারি : প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ফের অ্যাসিড হামলা। মাধ্যমিকের ছাত্রী কিশোরীর মুখে অ্যাসিড ছুড়ে পালাল এক যুবক। অ্যাসিড আক্রান্ত ওই কিশোরীর বউদিও। চাঞ্চল্যকর এই ঘটনা দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানা এলাকার উত্তর কুসুমপুরে। আশঙ্কাজনক অবস্থায় ওই কিশোরী ও তার বউদি ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে ভর্তি।[অ্যাসিড হামলার শিকার প্রাক্তন সেনাকর্মীর স্ত্রী ও মেয়ে]

বুধবার সন্ধ্যায় বউদির সঙ্গে বাড়ির সামনেই বাজারে বেরিয়েছিল ওই কিশোরী। সেইসময় সাইকেলে চড়ে এক যুবক তাদের সামনে এসে অ্যাসিড বাল্ব ছুড়ে মারে। তারপর সাইকেল চড়ে পালিয়ে যায় ওই যুবক। অভিযুক্ত যুবকের নাম হাফিজুল লস্কর। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।[ফের অ্যাসিড হামলা নদিয়ায়, স্বামীর হাতে আক্রান্ত স্ত্রী]

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে অ্যাসিড হামলা, আক্রান্ত মাধ্যমিক ছাত্রী কিশোরী

বুধবার রাতেই উস্তি থানায় অভিযোগ দায়ের করা হয়। আক্রান্ত কিশোরীর পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই যুবক তাঁদের মেয়েকে উত্যক্ত করত। প্রেমের প্রস্তাব দিয়েছিল। পরিবারের বদনামের কথা ভেবে ওই ছাত্রী বিষয়টি কাউকে জানায়নি।[অ্যাসিড হামলার শিকার এই ৫ নারী জীবনযুদ্ধে আপনাকে অণুপ্রাণিত করবে]

এদিন অ্যাসিড হামলার পর সে সব ঘটনা জানায়। পুলিশের কাছে লিখিত অভিযোগে তা উল্লেখ করা হয়েছে। প্রত্যাখ্যাত হয়েই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠে ওই যুবক অ্যাসিড হামলা চালায় বলে প্রাথমিক তদন্ত পুলিশের অনুমান।

English summary
Being rejected in love a young man attacked with acid bulb to teenage girl.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X