For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার হাতা-চার পা নিয়ে জন্ম বালকের, 'দেবশিশু'-র জন্মে আহ্লাদে আটখানা পরিবার

Google Oneindia Bengali News

চার হাতা-চার পা নিয়ে জন্ম বালকের, 'দেবশিশু'-র জন্মে আহ্লাদে আটখানা পরিবার
বারুইপুর, ২১ নভেম্বর : ছোট্ট ছেলেটি জন্মের পরই চমকে উঠেছিলেন মা-বাবা। এতো স্বয়ং ভগবান, মনে মনে ভেবেছিলেন তাঁরা। আসলে সদ্যোজাতের শরীরে ছিল চারটি হাত ও চারটি পা। বারুইপুরের স্থানীয় হাসপাতালে ওই শিশুর জন্মের পরই এলাকায় চাঞ্চল্য পরে যায়। স্থানীয় জনতার কয়েক মুহূর্তের মধ্যে ওই বালক 'দেবশিশু' হয়ে ওঠে।

যদিও চিকিৎসা পরিভাষায় এই ঘটনার একটি ব্যাখ্যা দিয়েছেন চিকিৎসকরা। তাদের কথায়, আসলে মায়ের গর্ভে থাকাকালীন যমজ শিশু জোড়া লেগে যায়, ফলে একই দেহে চারটি হাত ও চারটি পা তৈরি হয়।

ওই সদ্যোজাতের পরিবারের এক আত্মীয়া জানিয়েছেন, যখন প্রথম জন্ম হয়, তখন নার্স এসে বলেন, বিকৃত রূপে জন্ম নিয়েছে শিশুটি। কিন্তু আমি দেখে বুঝতে পারি, বিকৃত নয় ও দেবশিশু, দেবতার লক্ষণ রয়েছে ওর মধ্যে।

এই শিশুটিকে দেখার জন্য ভিড় জমে যায় হাসপাতালের বাইরে। দুর দুর থেকে লোকজন আসতে শুরু করেন দেবশিশুর সাক্ষাতের অভিপ্রায় নিয়ে। দো না পেলে পথে বসে কান্নাকাটি শুরু করে দিচ্ছেন। কেউ কেউ বলেন হিন্দু দেবতা ব্রহ্মারই সাক্ষাৎ পুত্র এই শিশু। ভগবান ব্রহ্মার মতোই এই শিশুরই চারটি হাত ও চারটি পা।

এদিকে জ্বালা হয়েছে পুলিশের। সাধারণ মানুষের এই ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে পুলিশকে। পুলিশের কথায়, শিশুটির এরূপে জন্ম দুর্ভাগ্যজনক এর সঙ্গে ভগবানের কোনও সম্পর্ক নেই। কিন্তু সাধারণ মানুষ তা বুঝতে চাইছে না।

শুধু ভগবান নয়, অনেকে আবার এই ঘটনায় ভয় পাচ্ছেন। কারও কারও ধারমা পৃথিবী ধ্বংস হওয়ার আগের বার্তা এই শিশুর জন্ম। পরিবারের তরফে তরফে জানানো হয়েছে এই দেবশিশুর জন্মে তারা অত্যন্ত খুশী। স্বয়ং ভগবান তাঁদের ঘরে জন্ম নিয়েছেন।

English summary
Baby with 4 arms, 4 legs earns ‘God Boy’ nickname in India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X