For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫০০ টাকা তুলতে চাইলে এটিএম থেকে মিলছে ২৫০০! তড়িঘড়ি ঝাঁপ বন্ধ করল ব্যাঙ্ক

যা টাকা তুলতে চাইছেন, এটিএম থেকে বের হচ্ছে তার পাঁচগুণ। তাজ্জব ঘটনা বর্ধমানের গলসির এক এটিএমে। ‘বোনাস’ টাকার লোভে এটিএম কাউন্টারে পড়ে গিয়েছে লম্বা লাইন।

  • |
Google Oneindia Bengali News

বর্ধমান, ২৫ ফেব্রুয়ারি : যা টাকা তুলতে চাইছেন, এটিএম থেকে বের হচ্ছে তার পাঁচগুণ। তাজ্জব ঘটনা বর্ধমানের গলসির এক এটিএমে। 'বোনাস' টাকার লোভে এটিএম কাউন্টারে পড়ে গিয়েছে লম্বা লাইন। এই ধামাকা 'অফার'-এর আশায় ভিড় জমিয়েছেন বিপুল মানুষজন। সবথেকে মজার, ওই পাঁচগুণ টাকা ওঠার পরও মোবাইলে মেসেজে তা দেখাচ্ছে না। যে টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছিল, অ্যাকাউন্ট থেকে সেই টাকাই কাটা হয়েছে। ফলে বাড়তি টাকা পেয়ে যাচ্ছেন গ্রাহকরা।[এটিএম থেকে টাকা তোলার সমস্ত বিধিনিষেধ উঠছে ১৩ মার্চ থেকে]

এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষও এই খবর পেয়ে যায়। তাই যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। দ্রুত এটিএম কাউন্টারে এসে এটিএমের ঝাঁপ বন্ধ করে দেওয়া হয়। ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। ব্যাঙ্ক ম্যানেজারও ঘটনাস্থলে আসেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ খতিয়ে দেখছে, এই সমস্যার কারণ।[কম নগদ লেনদেনেও এবার বাধ্যতামূলক হতে চলেছে PAN কার্ড!]

৫০০ টাকা তুলতে চাইলে এটিএম থেকে মিলছে ২৫০০! তড়িঘড়ি ঝাঁপ বন্ধ করল ব্যাঙ্ক

ইন্ডিয়ান ব্যাঙ্কের এই এটিএম। পাঁচশো টাকা তুলতে চেয়েছিল এক গ্রাহক। তার বদলে তিনি হাতে পান কড়কড়ে আড়াই হাজার টাকার নোট। পাঁচশো টাকার পাঁচটি নোট। এরপরই মুখে মুখে ছড়িয়ে এই ঘটনা। ন'শো টাকা তুলতে চাইলে সাড়ে চারশো টাকা পাওয়া যায়। তবে হাজারের অঙ্কে বিভ্রান্তি হচ্ছে না মেশিনের।[আগামিদিনে পেট্রোল পাম্পে গেলে এই সমস্যায় পড়বেন গ্রাহকেরা]

ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের খবর দিয়েছে। প্রযুক্তিগত কোনও সমস্যা তৈরি হয়েছে। তা মেরামতের চেষ্টা চালানো হচ্ছে। যে টাকা ইতিমধ্যে বেরিয়ে গিয়েছে, তা ফিরিয়ে আনা যায় কি না তাও খতিয়ে দেখা হচ্ছে।[২০২০-র মধ্যে ATM-এ কার্ডে লেনদেন বন্ধ! তার জায়গায় কী আসবে জানেন কি?]

English summary
If you want to withdraw Rs. 500, ATM give you RS. 2500! The bank stopped ATM counter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X