For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই রাজ্যজুড়ে আক্রান্ত বিজেপি

রাজ্যের একাধিক জায়গায় বিজেপি পার্টি অফিস এবং বিজেপি নেতাদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। এই বিষয়ে পুলিশকে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৪ জানুয়ারি : সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই কলকাতায় বিজেপি রাজ্য দফতরে হামলা চালায় তৃণমূল কর্মীরা। ব্যাপক ভাংচুর করা হয়। কলকাতার পাশাপাশি উত্তেজনার আঁচ ছড়িয়ে পড়ে অন্যান্য জেলাগুলিতেও। রাজ্যের একাধিক জায়গায় বিজেপি পার্টি অফিস এবং বিজেপি নেতাদের বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। অভিযোগ তৃণমূলের দিকে। এই বিষয়ে পুলিশকে জানানো হলেও কোনও লাভ হয়নি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।[সারদাতেও নাম জড়াল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের, মিডল্যান্ড পার্কের অফিসে বৈঠক]

জানা গিয়েছে, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই বিক্ষোভ শুরু হয় মেদিনীপুরে। বিজেপি নেতা এবং মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখান তারা। শুধু তাই নয়, সেখানকার একটি বিজেপি পার্টি অফিসেও ভাংচুর চালানো হয় বলে অভিযোগ।[রোজভ্যালি কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার সুদীপ বন্দ্যোপাধ্যায়]

সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই রাজ্যজুড়ে আক্রান্ত বিজেপি

অন্যদিকে, রাতের অন্ধকারে ভাঙচুর চালানো হয় দুর্গাপুরের একাধিক বিজেপি অফিসেও। ছিঁড়ে দেওয়া হয়েছে দলীয় পতাকা থেকে পোস্টার। দুই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এই বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।[সুদীপের গ্রেফতারের পরেই জরুরি বৈঠক ডাকল তৃণমূল]

উত্তেজনা ছড়িয়ে পড়ে কোচবিহারেও। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের পরেই কোচবিহারের একাধিক বিজেপি অফিসে হামলা চালানো হয় বলে অভিযোগ। ভাংচুর এবং আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীরা বাধা দিতে এলে তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির এক্ষেত্রেও তৃণমূলের দিকে।[(ছবি) সারদা-রোজভ্যালি চিটফান্ড কাণ্ডে গ্রেফতার তৃণমূলের যে বড় মাথারা!]

পাশাপাশি, মঙ্গলবার গভীর রাতে উত্তরপাড়া এলাকার এক বিজেপি নেত্রীর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাড়িতে ঢুকে মারধর এবং ভাংচুর চালানোর অভিযোগ। অভিযোগের তির স্থানীয় তৃণমূল আশ্রিত দুস্কৃতিদের দিকে। এক্ষেত্রেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি নেত্রীর।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, রাজ্য বিজেপি দফতরের পাশাপাশি যেভাবে রাজ্যের একাধিক জায়গায় বিজেপি আক্রান্ত হচ্ছে, তা নিয়ে দিল্লিতে সরব হবেন রাজ্যের নেতারা। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছে এই বিষয়ে বিজেপি নেতাদের নালিশ জানানোর কথা রয়েছে।

English summary
After Sudip Bannerjee's arrest Bjp attacked repetadely by TMC goons. After Kolkata, in North 24 pargana, Midnapur also BJP leaders attacked.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X