For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশ-প্রশাসনের ব্যর্থতার জন্যই ঘটল আউশগ্রামকাণ্ড, অধীরের সভায় ধৃত চঞ্চল গড়াইয়ের দুই মেয়ে!

পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার জন্যই উত্তপ্ত হয়েছে আউশগ্রাম। কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করার সাহস রয়েছে মুখ্যমন্ত্রীর? সোমবার বর্ধমানের গুসকরায় পুলিশের অনুমতি ছাড়াই সভা করে হুঙ্কার অধীর চৌধুরীর।

Google Oneindia Bengali News

বর্ধমান, ৩১ জানুয়ারি : পুলিশ ও প্রশাসনের ব্যর্থতার জন্যই উত্তপ্ত হয়েছে আউশগ্রাম। কেন এই ঘটনা ঘটল, তা তদন্ত করার সাহস রয়েছে মুখ্যমন্ত্রীর? সোমবার বর্ধমানের গুসকরায় পুলিশের অনুমতি ছাড়াই সভা করে হুঙ্কার প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। পাশাপাশি এদিনের সভা থেকে তিনি আউশগ্রাম থানায় হামলার ঘটনায় ধৃত তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।[ভাঙড়ের আন্দোলনকে দিল্লি পৌঁছে দিতে চান অধীর, মিছিলকে সমর্থন কংগ্রেসের]

এদিন গুসকরায় সভা করার জন্য পুলিশ অনুমতি দেয়নি প্রদেশ কংগ্রেস সভাপতিকে। তবু তা উপেক্ষা করে গুসকরয়া গিয়ে আউশগ্রাম কাণ্ডের প্রতিবাদে সভা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, পুলিশ যদি তাঁদের কর্তব্য সঠিকভাবে পালন করত, তাহলে এই ঘটনা ঘটত না। আউশগ্রাম অগ্নগর্ভ হওয়ার জন্য সম্পূর্ণভাবে দায়ী পুলিশ-প্রশাসনই। এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি।[আউশগ্রামে অনুব্রত মণ্ডলের সভায় আপত্তি নেই, প্রশাসনের 'অ্যালার্জি' অধীর চৌধুরীর সভায় ]

পুলিশ-প্রশাসনের ব্যর্থতার জন্যই ঘটল আউশগ্রামকাণ্ড, অধীরের সভায় ধৃত চঞ্চল গড়াইয়ের দুই মেয়ে!

মুখ্যমন্ত্রীর দিকে চ্যালেঞ্জ ছুড়ে তাঁর দাবি, মুখ্যমন্ত্রী নিরপেক্ষ তদন্ত করুন, কেন এ ধরনের ঘটনা ঘটল। শুধু দু'চারজনকে গ্রেফতার কেরই এই সমস্যার সমাধান হবে না। রাজ্যে আইনশৃঙ্খলায় এমন পরিস্থিতি আসছে যে, আরও অনেক আউশগ্রাম ঘটবে। আরও অনেক থানা জ্বলবে। এখন থেকে সাবধান হতে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।[গ্রেফতার সিপিএম জোনাল সম্পাদকও, তৃণমূল-সিপিএম গোপন বৈঠকে তৈরি হয় থানা হামলার ব্লু-প্রিন্ট!]

এদিনই অধীরের সভায় উপস্থিত হন থানা হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর চঞ্চল গড়াইয়ের পরিবারের লোকজন। চঞ্চল গড়াইয়ের দুই মেয়ে অধীরবাবুর সঙ্গে দেখা করে জানান, তাঁদের বাবাকে ফাঁসানো হয়েছে। তাঁরা অধীরবাবুর সাহায্য চান। অধীরবাবু তাঁদের আশ্বারস দিয়েছেন। আশ্বা দিয়েছেন চঞ্চল গড়াইয়ের পরিবারের পাশে থাকার। উল্লেখ্য, গতকাল গ্রেফতার হওয়ার পর চঞ্চল গড়াই বলেছিলেন, ভাবতে কষ্ট হয়, এই দলটা করতাম আমি।

English summary
Aaushgram issue happened to the failure of police and administration said Adhir Choudhury. Two daughters of arrested Chanchal Garai join in Adhir's meeting.!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X