For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিনোদন পার্কে মৃত্যু, ১০০ ফুট উপরে রোপওয়েতে জড়িয়ে গেল কর্মী!

রোপওয়ে সারাতে উঠে ফের বিনোদন পার্কে মৃ্ত্যু। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পুরপার্কে রোপওয়ের মোটরের বেল্ট ছিড়ে ১০০ ফুট উপরে দীর্ঘক্ষণ ঝুলে রইলেন ওই কর্মী।

Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনা, ২১ জানুয়ারি : রোপওয়ে সারাতে উঠে ফের বিনোদন পার্কে মৃ্ত্যু। উত্তর ২৪ পরগনার অশোকনগরের পুরপার্কে রোপওয়ের মোটরের বেল্ট ছিড়ে ১০০ ফুট উপরে দীর্ঘক্ষণ ঝুলে রইলেন ওই কর্মী। প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। হাওড়ার বেলিলিয়াস পার্কের পর উত্তর ২৪ পরগনার অশোকনগরে ঘটে গেল এই চাঞ্চল্যকর ঘটনা।[মরা মেয়েকে কাঁধে চাপিয়ে ১৫ কিলোমিটার পথ পাড়ি শোকগ্রস্ত বাবার]

উত্তর ২৪ পরগনার অশোকনগরের পুরপার্কের রোপওয়ে বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। এদিন একটি বেসরকারি সংস্থার তিন কর্মী রোপওয়ে সারানোর কাজ করছিলেন। সেইসময় আচমকাই তার ছিড়ে কপিকলে জড়িয়ে যায় শিবু সাউ নামে এক কর্মী। তিনি ১০০ ফুট উপরে ঝুলছিলেন।[ফিল্মি কায়দায় মারা যাওয়ার ৪০ বছর পরে ফিরে এলেন ৮২ বছরের বৃদ্ধা]

ফের বিনোদন পার্কে মৃত্যু, ১০০ ফুট উপরে রোপওয়েতে জড়িয়ে গেল কর্মী!

অন্যান্য কর্মীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল ও পুলিশে। দমকল পৌঁছতে দেরি করে। স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন। পুরপ্রধান এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, দমকলের কাছে ৩ ফুটের বেশি ল্যাডার ছিল না। সেই কারণেই দীর্ঘ সময় চলে যায় ওই পুরকর্মীকে নামাতে। অন্য কৌশলে নামানো হয় তাঁকে। এরপর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।[২০১৬ সালে যে বিশিষ্ট ব্যক্তিদের আমরা হারিয়েছি]

এর আগে হাওড়ার বেলিলিয়াস পার্কে বেড়াতে গিয়ে দুরন্ত গতিতে ঘোরার সময় হ্যাং গ্লাইডার ভেঙে মৃত্যু হয় এক পর্যটকের। আহত হন তাঁর দিদি। দিঘার অমরাবতী পার্কে প্রায় তিন ঘণ্টা রোপওয়েতে আটকে থেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েন দুই পর্যটক।

English summary
A worker was dead in relaxation-park. His body Intertwined at rope-way above 100 feet.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X