For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুঙ্গেরের অস্ত্র চোরাচালানকারী গ্রেফতার, বনগাঁয় পাচারের আগেই উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

মুঙ্গেরের অস্ত্রভাণ্ডার থেকে কলকাতা শহর ও শহরতলিতে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে দেওয়ার আগেই সিআইডি জালে ধরা পড়ল চারাচালানকারী। উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, মাগ্যাজিন ও প্রচুর গোলাগুলিও।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা, ৪ জানুয়ারি : মুঙ্গেরের অস্ত্রভাণ্ডার থেকে কলকাতা শহর ও শহরতলিতে আগ্নেয়াস্ত্র ছড়িয়ে দেওয়ার আগেই সিআইডি জালে ধরা পড়ল চারাচালানকারী। মঙ্গলবার রাতে ফাঁদ পেতে দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর থেকে গ্রেফতার করা হয় ওই চোরাচালানকারীকে। ধৃতের নাম মইনুল হক। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১০টি আগ্নেয়াস্ত্র, মাগ্যাজিন ও প্রচুর গোলাগুলিও।

সিআইডি গোপন সূত্রে খবর পায় মুঙ্গেরের এক চোরাচালানকারী প্রচুর আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করেছে কলকাতায়। দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুর-আক্রায় সে ঘাঁটি গেড়েছে। সেইমতো ফাঁদ পাতে সিআইডি। রাতেই তাকে জালে পুরতে সমর্থ হয়। ধৃত মইনুলকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি জানতে পেরেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় ওই অস্ত্র নিয়ে যাওয়ার কথা ছিল তার।

মুঙ্গেরের অস্ত্র চোরাচালানকারী গ্রেফতার, বনগাঁয় পাচারের আগেই উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র

সিআইডি বুধবার তাকে আদালতে পেশ করছে। নিজেদের হেফাজতে নিয়ে ওই চোরাচালানকারীকে জেরা করতে চায় সিআইডি। কোন পথে মুঙ্গের থেকে রাজ্যে ছড়িয়ে পড়ে অস্ত্রের চোরাচালান, আরও কারা এই চক্র জড়িত, তাও জানতে চায় সিআইডি। বনগাঁর কোথায় এই অস্ত্র পাচারের উদ্দেশ্য ছিল তার, কারা এই বেআইনি কারবারে জড়িত তা জানার চেষ্টাও চালানো হচ্ছে।

English summary
A weapons runner of Munger was arrested from Santoshpur of south 24 pargana. CID recovered firearms before trafficking.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X