For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার, ছাপা হয়েছে রাজ্যেই,স্টিকার লাগানো এসবিআইয়ের, ধৃত ৫

রাজ্যেই ছাপা হচ্ছে নতুন ২০০০ টাকার জাল নোট। বৃহস্পতিবার খাস কলকাতার ফ্যান্সি মার্কেট থেকে নতুন দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২ মার্চ : বৃহস্পতিবার খাস কলকাতার ফ্যান্সি মার্কেট থেকে নতুন দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় ৫ জনকে গ্রেফতারও করা হয়েছে। পুলিশের অনুমান এই নোটগুলি ছাপানো হয়েছে রাজ্যেই। সূত্রের খবর, সএই নোটের বান্ডিলগুলোতে এসবিআই-এর স্টিকারও লাগানো রয়েছে।

এদিন জয়েন্ট সিপি (ক্রাইম) বিশাল গর্গ সাংবাদিকদের জানান, ধৃত পাঁচ যুবক সকাল ১১ টা নাগাদ মোবাইল ফোন কিনতে ফ্যান্সি মার্কেটে যায়। ফোন কেনার পর দোকানদারকে টাকা দিলে, দোকানদারের সন্দেহ হয় নোটগুলি জাল বলে। এরপর পুলিশে খবর দেওয়া হলে ওয়াটগঞ্জ থানার পুলিশ এই পাঁচ জনকে গ্রেফতার করে। এদের কাছ থেকে মোট ৫৭ লক্ষ ৭৪ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

 দু হাজারের জাল নোটে ৫৭ লক্ষ টাকা উদ্ধার, ছাপা হয়েছে রাজ্যেই,স্টিকার লাগানো এসবিআইয়ের, ধৃত ৫

এই পাঁচ বন্ধু হাওড়ার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। পুলিশের অনুমান এই যে বিশাল অঙ্কের জাল নোট উদ্ধার হয়েছে তা রাজ্যেই ছাপানো হয়েছে। তবে এনিয়ে নিশ্চিত কোনও প্রমাণ আপাতত মেলেনি। ধৃতদের জিজ্ঞাসাবাদ করেই এই বিষয়ে জানার চেষ্টা করবে পুলিশ। কোনও জাল নোটের চক্র এই ঘটনায় যুক্ত কি না তাও জানার চেষ্টা করা হবে।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এক্ষেত্রে নোটের বান্ডিলগুলোর বেশ কয়েকটিতে এসবিআই-এর স্টিকার লাগানো রয়েছে।

উল্লেখ্য, নোট বাতিলের পর বাজারে নতুন ২০০০ টাকার নোট আনে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি এই নোট জাল করা কঠিন। সহজেই ধরে ফেলা যাবে। যদিও তারপরও দেশের বিভিন্নি প্রান্তে জাল ২০০০ টাকার নোটের খবর এসেছে। তবে ২০০০ টাকার জাল নোটে এত বড় অঙ্কের টাকা দেশের কোথাও থেকে এর আগে হয়েছে কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। রাজ্যে যদি নতুন ২০০০ টাকার জাল নোট তৈরির কারখানা থেকে থাকে তা কোথায় তা জানাটাই এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

English summary
57 lakhs in fake 2000 note Recovered from Kolkata, 5 arrested
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X