For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভয় পাই না, ৩০ শে যাব সিবিআই দফতরে, বুক ঢিপঢিপ নিয়েই 'দৃপ্ত' মুকুল

Google Oneindia Bengali News

কলকাতা, ২৮ জানুয়ারি : ৩০ জানুয়ারি সিবিআই দপ্তরে যাবেন, জানিয়ে দিলেন তৃণমূল নেতা মুকুল রায়। সারদা মামলায় তাঁকে তলব করেছিল সিবিআই। এরপরই দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের পরামর্শ অনুযায়ী তার পর থেকেই একের পর এক টালবাহানায় হাজিরায় দেরি করছিলেন মুকুল। তবে আর দেরি করার উপায় নেই সে স্পষ্ট ইঙ্গিত দিয়ে দিয়েছে সিবিআই। ফলে অনিচ্ছা থাকলেও শুক্রবারের মধ্যে হাজিরা দেওয়া ছাড়া অন্যা কোনও উপায় নেই মুকুলবাবুর কাছে।

ভয় পাই না, ৩০ শে যাব সিবিআই দফতরে, বুক ঢিপঢিপ নিয়েই 'দৃপ্ত' মুকুল

তৃণমূল আসলে চেয়েছিল ২৭ তারিখ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের দায়ের করা সারদা মামলার শুনানি ছিল। সেই শুনানিতে আদালতের তরফ থেকে দলের পক্ষে ইতিবাচক কোনও মন্তব্য আসুক, চাইছিল তৃণমূল। তাহলে সিবিআই-এর মুখোমুখি হওয়ার আগে কিছুটা হলেও ভরসা মিলবে। বা যদি তা নাও হয় মামলা কোনদিকে গড়াচ্ছে তা আঁচ করতে পারলেও দলের পরামর্শে নিজের উত্তরগুলি সমঝে সাজাবেন মুকুল। কিন্তু সেগুড়ে বালি। মামলার শুনানিই হল না এদিন। শুক্রবারের মধ্যে শুনানি হবে বলেও আশা ক্ষীণ।

তবে প্রকাশ্যে এসব স্বাভাবিক ভাবেই স্বীকার করতে নারাজ মুকুল রায়। তিনি সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন, "মামলায় কি কোথাও সিবিআই তদন্ত বন্ধ করা বা স্থগিতাদেশ চাওয়া হয়েছে? তাহলে সিবিআই এর কাছে আমার যাওয়া আর সারদা মামলার শুনানির মধ্যে কী সম্পর্ক রয়েছে?" ভিতরে যতই বুক ঢিপ ঢিপ করুক না কেন মুখে তার স্পষ্ট দাবি, সিবিআইকে তিনি ভয় পান না। সিবিআই তাঁকে সাক্ষী হিসাবে কথা বলতে চেয়েছে। যদিও এই একই কথা নোটিশ পাওয়ার পর তৃণমূলের সাংসদ সৃঞ্জয় বোস এবং মন্ত্রী মদন মিত্রও এই একই দাবি করেছিলেন। কিন্তু ফল যা হওয়ার তাই হয়েছে। মুকুলবাবুর কপালে কী অপেক্ষা করছে তা তো সময়ই বলবে।

English summary
30th will meet CBI, I am not scared of anything: Mukul Roy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X