For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছোটো প্রশাসনের লক্ষ্যে বড়ো পদক্ষেপ মমতার, ২১টি দফতর মিশিয়ে হচ্ছে ১০টি দফতর

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দফতর সংখ্যা ৬৩ থেকে কমে দাঁড়াচ্ছে ৫২। অর্থাৎ ২১টি ছোট দফতরকে মিশিয়ে দেওয়া হচ্ছে ১০টি দফতরে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৬ ডিসেম্বর : ছোটো প্রশাসনের লক্ষ্যে বড়ো পদক্ষেপ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর মন্ত্রিসভায় দফতরের সংখ্যা কমানোর প্রস্তাবেই সিলমোহর পড়ল অবশেষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দফতর সংখ্যা ৬৩ থেকে কমে দাঁড়াচ্ছে ৫২। অর্থাৎ ২১টি ছোট দফতরকে মিশিয়ে দেওয়া হচ্ছে ১০টি দফতরে। শুক্রবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।

নতুন বথর থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। তবে দফতর কমলেও মন্ত্রীর সংখ্যা কমছে না। সেইভাবেই পরিকল্পনা কষা হয়েছে। ফলে কারও মন্ত্রিত্ব হারানোর আশঙ্কাও থাকছে না। কোন কোন দফতরকে মিলিয়ে দেওয়া হবে, সেই খসড়াও চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী সময়ে পরিবর্তন হবে সচিব পর্যায়েও। কেননা দফতর কমলে, কমবে সচিব সংখ্যাও। সেক্ষেত্রে রদবদলের সম্ভবনা রয়েই যায়।

ছোটো প্রশাসনের লক্ষ্যে বড়ো পদক্ষেপ মমতার, ২১টি দফতর মিশিয়ে হচ্ছে ১০টি দফতর

বর্তমান রাজ্য মন্ত্রিসভায় দফতরের সংখ্যা ৬৩। অন্তত দশটি দফতর কমানো হতে পারে বলে আগেই চূড়ান্ত করা হয়েছিল। সেই সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হল। ২১টি দফতরকে মিশিয়ে গড়া গল ১০টি দফতর। কৃষি, কৃষি বিপণন ও খাদ্য পক্রিয়াকরণ দফতর মিলিয়ে দিয়ে একটি দফতর করা হচ্ছে। তেমনই শিক্ষা, উচ্চশিক্ষা ও কারিগরি দফতরও মিলিয়ে একটি দফতর হচ্ছে। মিশে যাচ্ছে ক্রীড়া ও যুবকল্যাণ দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর।

ডিসেম্বর মাসের মন্ত্রিসভার বৈঠকেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, স্থির হয়েছিল। সেইমতো এদিনই হল মন্ত্রিসভার বৈঠক। সেখানেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল।

English summary
Chief Minister take big decision for small administration. 10 portfolio build up with 21 department.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X