For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খড়্গপুরে অসুস্থ হয়ে রেলযাত্রীর মৃত্যু, ব্যাগে মিলল দেড় কোটি টাকা, চক্ষু চড়কগাছ পুলিশের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

খড়্গপুর, ২০ অগাস্ট : অসুস্থ এক রেলযাত্রীকে মুম্বই থেকে হাওড়াগামী ডাউন গীতাঞ্জলী এক্সপ্রেস থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছিল রেল পুলিশ। সেই সুভাষচন্দ্র সুরানাকে (৬৫) অবশ্য বাঁচানো যায়নি। অচৈতন্য অবস্থায় হাসপাতালে নিয়ে এলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। [পুরনো বইয়ের ভাঁজে রাখা ১ লক্ষ টাকা কাগজওয়ালাকে দিয়ে দিলেন এক গৃহবধূ!]

তবে গল্পের ট্যুইস্ট এখানেই। এরপরে মৃতের পরিচয় জানতে সুভাষবাবুর ব্যাগ তল্লাশি শুরু করে পুলিশ। আর তখনই চক্ষু চড়কগাছ পুলিশ আধিকারিকদের। কারণ সুভাষবাবুর ব্যাগে পাওয়া গিয়েছে নগদ দেড় কোটি টাকা। [এই লক্ষণগুলি থাকলে আপনি কখনও ধনী হতে পারবেন না]

খড়্গপুরে অসুস্থ রেলযাত্রীর মৃত্যু, ব্যাগে মিলল দেড় কোটি টাকা

এই ঘটনার পরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, এক্সপ্রেস ট্রেনে বসেই শরীর খারাপ হতে শুরু করে সুভাষবাবুর। ট্রেন টাটানগর থাকাকালীনই তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে ট্রেনে চিকিৎসার ব্যবস্থা না থাকায় ওইভাবেই বসেছিলেন তিনি। পরে ট্রেন খড়্গপুরে এলে গুরুতর অসুস্থ অবস্থায় সুভাষবাবুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। [নিজের পুত্রসন্তানকে বিক্রি করে ছাগল কিনলেন মা!]

সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সুভাষবাবুর নামটুকু জানা গেলেও তাঁর পুরো পরিচয় পাওয়া যায়নি। সেটা জানতে তদন্ত শুরু হয়েছে। এত টাকা ব্যাগে নিয়ে তিনি কেন হাওড়া আসছিলেন, সেটা জানারও চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। [এবার বাজারে এল 'শূন্য' টাকার নোট!]

English summary
1.5 crore rupees recovered from a passenger who died in Kharagpur train, West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X