For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুইসাইড নোটেও কারচুপি, বিস্তারিত জানুন

স্ত্রীকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার বাগুইআটির এক যুবক। স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রায় ৭৫ দিন পরে ভূটান সীমান্তের চ্যাংমারি থেকে গ্রেফতার

  • |
Google Oneindia Bengali News

সুইসাইড নোটে কারচুপির অভিযোগে গ্রেফতার করা হল বাগুইআটির দশদ্রোণের বাসিন্দা শুভঙ্কর সরকার নামে এক যুবককে। মূলত নিজের স্ত্রীকে খুনে অভিযুক্ত ওই যুবক।

এপ্রিল মাসের আটাশ তারিখে বাগুইআটির দশদ্রোণের ফ্ল্যাট থেকে শুভঙ্করের স্ত্রী মনিকার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। সেই সুইসাইড নোটে মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লেখা ছিল।
সুইসাইড নোটটি মনিকার লেখা নয় বলে থানায় অভিযোগ দায়ের করেন মনিকার বাবা ও বোন। সেই অভিযোগের ওপর ভিত্তি করে তদন্ত শুরু করে বাগুইআটি থানা।

সুইসাইড নোটেও কারচুপি, বিস্তারিত জানুন

স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুর প্রায় ৭৫ দিন পরে ভূটান সীমান্তের জলপাইগুড়ি জেলার চ্যাংমারি থেকে অভিযুক্ত যুবক শুভঙ্কর সরকারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪৯৮এ, ৩০২ এবং ৩৪ নং ধারা প্রয়োগ করা হয়েছে।

শুভঙ্কর এবং মনিকা উভয়েই বাড়ি জলপাইগুড়ির নাগরাকাটায়। সল্টলেক সেক্টর ফাইভে কর্মরত হওয়ার কারণে বাগুইআটিতে থাকতেন তাঁরা। মনিকার বাবা উত্তরবঙ্গ থেকে নির্বাচিত রাজ্যে এক প্রভাবশালী মন্ত্রীর পরিচিত বলে জানা গেছে।

English summary
Youth arrested from Chanmari, West Bengal due to murder of his wife
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X