For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন ভাঙড়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? হিম্মত নিয়ে প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র

ভাঙড়ের মানুষের দাবি, মুখ্যমন্ত্রী সশরীরে গ্রামে এসে আশ্বাস না দিলে আন্দোলন চলবে। ভাঙড়ের মানুষের সেই দাবির সমর্থনে এবার আওয়াজ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৮ জানুয়ারি : ভাঙড়ের মানুষের দাবি, মুখ্যমন্ত্রী সশরীরে গ্রামে এসে আশ্বাস না দিলে আন্দোলন চলবে। ভাঙড়ের মানুষের সেই দাবির সমর্থনে এবার আওয়াজ তুললেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সরাসরি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে সূর্যকান্তবাবু জানান, 'হিম্মত থাকলে নিজে ভাঙড়ের অগ্নগর্ভ গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে ঘোষণা করুন, আপনাদের এক ইঞ্চি জমিও নেওয়া হবে না।'[বহিরাগতদের নেপথ্যে কে? তিন বছর পর কোন পথে সংগঠিত ভাঙড়ের জমি আন্দোলন?]

সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের সঙ্গে তুলনা করা হচ্ছে ভাঙড়ের এই আন্দোলনের। তাই স্বাভাবিকভাবেই সেই প্রশ্ন উঠছে বারবার। সিঙ্গুর ও নন্দীগ্রামে বিরোধী নেত্রী হিসেবে তো তিনি বারবার ছুটি গিয়েছেন। মানুষের পাশে থেকে জমি আন্দোলনে সামিল হয়েছেন। এখন তিনি কেন প্রতিনিধি পাঠাচ্ছেন। তবে কি শাসক আর বিরোধী অবস্থানে চরিত্রের বদল ঘটে?[ভাঙড়ের ঘটনা তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, দাবি বিজেপি নেতা রাহুল সিনহার ]

কেন ভাঙড়ে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী? হিম্মত নিয়ে প্রশ্ন তুললেন সূর্যকান্ত মিশ্র

এদিন সূর্যকান্তবাবুও বলেন, কেন বারবার প্রতিনিধি পাঠাচ্ছেন ভাঙড়ে। তিনি গেলেই তো অনেক সমস্যার সামাধান হয়ে যায়। তিনি কেন যাচ্ছেন না? ভাঙড়ের মানুষ তাঁর মুখে শুনতে চান আশ্বাসবাণী। তাঁরা তো বলেছেন, মুখ্যমন্ত্রীর উপর তাঁদের ভরসা আছে। তবে কেন সেখানে যেতে ভয় পাচ্ছেন মমতা?[মুখ্যমন্ত্রীর আসা চাই, নতুবা থামবে না আন্দোলন, সাফ জানালেন আন্দোলনকারীরা ]

এদিন সূর্যবাবু বলেন, নন্দীগ্রাম কাণ্ডে তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে বলেছিলেন, আমরা মানুষের বিরুদ্ধে এক ইঞ্চিও জমি নেব না। বর্তমান মুখ্যমন্ত্রী আপনিও সেই হিম্মত দেখান।[ভাঙড়ে যে গুজবের কারণে পাওয়ার গ্রিডের জমি নিয়ে আন্দোলনে গ্রামবাসীরা]

সূর্যকান্ত মিশ্র আরও দাবি করেন, 'সরকারের ভূমিকা এ বিষয়ে সঠিক ছিল না। তাই ভাঙড়ের পরিস্থিতি উদ্বেগজনক হয়ে গিয়েছে। মানুষের এই স্বতঃস্ফূর্ত প্রতিবাদে তাঁরা পাশে রয়েছেন বলেও জানান তিনি। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার জন্য ভাঙড়ের মানুষের পাশে দাঁড়াতি তিনি ভাঙড়ে যাবেন বলেও জানিয়ে দেন সিপিএম রাজ্য সম্পাদক।

English summary
Why is not chief minister going Bhangar, questioned Suryakanta
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X