For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোটের ফলে বাজিমাত : তৃণমূল ও মমতা কী কী রেকর্ড করল আজ?

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রাজ্য বিধানসভা ভোটের ফলাফল প্রায় সবাই জেনে গিয়েছেন। নবান্নের দখল নেবে তৃণমূল কংগ্রেস তা স্পষ্ট হয়ে গিয়েছে। বাম-কংগ্রেস জোটকে একেবারে নাস্তানাবুদ করে বাংলার রাজনীতিতে এক নতুন ইতিহাসের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দল তৃণমূল কংগ্রেস।

১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে

শুক্রবার শপথ নেবেন, নির্বাচনে জিতে আর যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ২০১১ সালে প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসে। কংগ্রেসের সঙ্গে জুটি বেঁধে সেবার লালবাড়ির দখল নিয়েছিলেন মমতা। এবছর নির্বাচনে সেই কংগ্রেসের সঙ্গে জোট বা রাজনৈতিক বোঝাপড়া করেছে বামেরা। ফলে এবছরের লড়াই অন্য মাত্রা পেয়েছে। রাজনৈতিক আদর্শকে বিকিয়ে জোট করাতেই বিরোধীদের এই হাল বলে ব্যাখ্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের ফলে বাজিমাত : তৃণমূল ও মমতা কী কী রেকর্ড করল আজ?

মমতা বন্দ্যোপাধ্যায় এবছর নির্বাচনে জেতার ফলে কী কী রেকর্ড গড়লেন তিনি ও তাঁর দল, আসুন দেখে নেওয়া যাক একনজরে।

দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী

মমতা জিতে তিনি দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। এর আগে এই কৃতিত্ব অর্জন করেছেন প্রফুল্ল চন্দ্র ঘোষ, বিধান চন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা ষষ্ঠ ব্যক্তিত্ব হিসাবে এই কৃতিত্বের অধিকারী হবেন।

৩৯ বছরে দ্বিতীয়বার অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর ফেল করবে

১৯৭৭ সালে প্রতিষ্ঠান বিরোধী হাওয়াকে কাজে লাগিয়ে কংগ্রেসকে সরিয়ে প্রথমবার ক্ষমতায় আসে বাম সরকার। ২০১১ সালেও তেমনটাই হয়েছিল। তবে এবছর মমতা জেতায় সেই হাওয়া চুপসে গিয়েছে।

অর্থাৎ মমতা বিধান চন্দ্র রায়, অজয় মুখোপাধ্যায়, জ্যোতি বসু ও বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই বিরোধী হাওয়ার ফানুস চুপসে দিয়েছেন।

১৯৬২-র পরে একা কোনও দলের ক্ষমতায় আসা

১৯৬২ সালে কংগ্রেস ১৫২টি আসন পেয়ে রাজ্যে ক্ষমতায় আসে। এরপরে যা এসেছে সবই জোট সরকার। ফলে তৃণমূল জেতায় ৪৪ বছর পরে প্রথমবার একা দল হিসাবে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস।

পরপর চারবার বামেদের পরাস্ত করা

২০০৯ লোকসভা ভোট, ২০১১ বিধানসভা ভোট, ২০১৪ লোকসভা ভোটের পরে এবছর জিতে মমতা বামেদের কছে ৪-০-তে এগিয়ে থাকলেন।

English summary
West Bengal polls: records that Mamata will make if she wins this election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X