For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ভেঙে দিন গুঁড়িয়ে দিন এবার তুলে দিন’, ভাঙচুরের ঘটনায় বিরোধীদের কড়া বার্তা মমতার

ভেঙে দিন গুঁড়িয়ে দিন, এবার তুলে দিন। ভবানিপুরে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী মঞ্চ থেকে ভাঙচুরের ঘটনায় বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : ভেঙে দিন গুঁড়িয়ে দিন, এবার তুলে দিন। ভবানিপুরে বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধনী মঞ্চ থেকে ভাঙচুরের ঘটনায় বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা হোক বা হাসপাতাল- তিনি কোনও ভাঙচুরের ঘটনাকে বরদাস্ত করবেন না, তাও স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।[হাসপাতালে লাগাম পরাতে ময়দানে মুখ্যমন্ত্রীও, ক্রেতা সুরক্ষা দফতরে বৈঠক ২২শে]

ভাঙচুর কাণ্ডে কড়া বার্তার পাশাপাশি তিনি সাধারণের উদ্দেশে এই বার্তা দেন যে, কী দরকার বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে যাওয়ার? কী দরকার হাসপাতালে গিয়ে ভাঙচুর, ঝগড়া করার। সরকার হাসপাতালে পরিষেবা নিন। সরকার বিনা পয়সায় সাধারণকে পরিষেবা দেওয়ার সমস্ত ব্যবস্থা করেছে। মুখ্যমন্ত্রী বলেন, এখন অনেক উন্নত হয়েছে সরকার হাসপাতালের পরিষেবা। এতদিন যা কেউ ভাবেননি, হাসপাতালে গিয়ে দেখুন এই ক'টা দিনে আমাদের সরকার সরকারি হাসপাতালে আধুনিক পরিষেবা চালু করেছে।[বাড়ছে বিজেপি, চিন্তিত মমতা রণকৌশল স্থির করতে ১ মার্চ কোর কমিটির বৈঠক ডাকলেন]

‘ভেঙে দিন গুঁড়িয়ে দিন এবার তুলে দিন’, ভাঙচুরের ঘটনায় বিরোধীদের কড়া বার্তা মমতার

এ প্রসঙ্গে তিনি বলেছেন, একসঙ্গে হাজার হাজার মানুষকে বেড দেওয়া সম্ভব নয় ঠিকই, কিন্তু মাটিতে রেখেও তাদের সঠিক চিকিৎসা দেওয়ার সমস্ত পরিষেবা মজুত রয়েছে হাসপাতালে। ব্লাজ ব্যাঙ্ক থেকে শুরু মাতৃদুগ্ধ ব্যাঙ্ক পর্যন্ত সমট্ কিছউ হয়েছে রাজ্যে। তারপর নারী-শিশুদের চিকিৎসাতেও আধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, পাঁচ বছরে ২৫ থেকে ৩০ হাজার বেড চালু করা হয়েছে রাজ্যে, এটা মুখের কথা নয়।[মুখ্যমন্ত্রীর উপরে অভিমানে দল ছাড়লেন এই প্রাক্তন তৃণমূল মন্ত্রী]

এছাড়া শহর সাজাতে সমস্ত রকম প্রকল্প পরিকল্পনা করা হয়েছে। কন্যাশ্রী থেকে শুরু করে সবুজ সাথী, খাদ্যসাথী- সমস্ত ধরনের কাজ হয়েছে, এসব করেছি মানুষের জন্য। পানীয় জলের সুবন্দ্যবস্ত হয়েছে। বিনা পয়সায় মানুষের ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া হচ্ছে। দিল্লিতে দেখুন, জল কিনতে হয়। আর এই বাংলার মানুষকে জল থেকে শুরু করে খাদ্য, স্বাস্থ্য পরিষেবা তুলে ধরা হয় বিনা পয়সায়। তিনি সাধারণের উদ্দেশ্যে এদিন বলেন, একবার ভাবুন, কী ছিল আর আজ কী হয়েছে।[শিলিগুড়িতেও নতুন জেলার দাবি, পৃথক বোর্ড চায় আদিবাসী বিকাশ]

এদিন নরেন্দ্র মোদীর নাম না করেই কঠোর সমালেচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কংগ্রেসের ভুলে এবার কোনওরকমে ক্ষমতায় এসেছেন, আর নয়। এবরা ক্ষমতা থেকে মানুষ আপনাকে হটিয়ে দেবে। কংগ্রেসর উদ্দেশে তিনি বার্তা দেন, ভালো করে দিল্লি শাসনের কথাই ভাবুন, বাংলার দিকে চোখ তুলে তাকাবেন না।

English summary
Vandalism-Politics would not tolerate, Mamata Banerjee gave strong message
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X