For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় জাল মার্কশিট চক্র ! মেডিক্যালে ভর্তি হতে এসে ধৃত রাজস্থানের দুই ছাত্রী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে হদিশ মিলল কলকাতার জাল মার্কশিট চক্রের। কলকাতারই একটি এজেন্সির তৈরি করা ভুয়া নথি নিয়ে ডাক্তারি কোর্সে ভর্তি হতে এসে পুলিশের জালে ধরা পড়ল রাজস্থানের দুই ছাত্রী৷ এমবিবিএস কোর্সে ভর্তির কাউন্সেলিংয়ের সময় শুভাঙ্গিনী ও প্রাচী জৈন নামে ওই দুই ছাত্রীর কাগজপত্র পরীক্ষা করে চমকে যান আরজি করের আধিকারিকরা৷

দেখা যায়, মার্কশিট, হস্টেল অ্যালটমেন্ট, সিট অ্যালটমেন্ট-সহ সবই নথিই জাল। সঙ্গে সঙ্গেই টালা থানার পুলিশকে খবর দেওয়া হয়৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সাড়ে ২২ লক্ষ টাকার বিনিময়ে কলকাতার একটি 'এজেন্সি' এই কাগজপত্র তৈরি করে দিয়েছে৷ দু'জন ছাত্রীকেই টালা থানার পুলিশ আটক করেছে।

কলকাতায় জাল মার্কশিট চক্র ! মেডিক্যালে ভর্তি হতে এসে ধৃত রাজস্থানের দুই ছাত্রী

এই ঘটনায় স্তম্ভিত আরজি কর কর্তৃপক্ষও৷ কলেজের অধ্যক্ষ ডা. শু‌দ্ধোদন বটব্যাল বলেন, ভর্তি হতে গেলে মার্কশিট, ব়্যাঙ্ক কার্ড-সহ একাধিক কাগজপত্র দরকার৷ সবই জাল করেছিল ওই দুই ছাত্রী৷ এমনকী হস্টেল ও সিট অ্যালটমেন্টের জাল কাগজও তৈরি করেছিল তারা৷ পুলিশি জেরার মুখে দুই ছাত্রী স্বীকার করেছে, ফোনে কলকাতার এক ব্যক্তির সঙ্গে তাদের যোগাযোগ হয়৷ ওই ব্যক্তি নিজেকে আরজি করের আধিকারিক পরিচয় দিয়ে তাদের কলেজে ভর্তির ব্যবস্থা করে দেবে বলে প্রতিশ্রুতি দেয়৷

সেই কথায় বিশ্বাস করে ওই দুই ছাত্রী ওই ব্যক্তির একটি অ্যাকাউন্টে ৫০ হাজার টাকা জমাও করে৷ কথা ছিল, ভর্তির পর ২২ লক্ষ টাকা করে দেবে ছাত্রীরা৷ টালা থানার পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, ওই অ্যাকাউন্টে ছাত্রীদের পক্ষ থেকে টাকা জমা করা হয়েছে, সেটি ভুবনেশ্বরের৷ অ্যাকাউন্ট নম্বরের সূত্র ধরে 'এজেন্সি'র খোঁজ চালাচ্ছে পুলিশ।

English summary
Two student arrested for submitting fake marksheet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X