For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেআইনি পুলকার আটকাতে তৎপর সরকার, অভিযানে আটক অন্তত ৫০টি গাড়ি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৯ জুলাই : কলকাতা শহর ও শহরতলিতে রমরমিয়ে চলছে বেআইনি পুলকারের ব্যবসা। আইনি কাগজপত্রবিহীন এইসব গাড়ি দুর্ঘটনায় বলি হয়ে যাচ্ছে একেরপর এক শৈশব। এমন অভিযোগ বহুদিনের। যত দিন গিয়েছে, স্কুলের শিশুদের বেআইনি গাড়িতে চড়িয়ে রোজগারের রাস্তা ততই প্রসারিত হয়েছে।

তবে এবার সম্ভবত এই বেআইনি কাজে রাশ টানতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। রাজ্য পরিবহণ দফতর এদিন শহরের বিভিন্ন রাস্তায় অভিযান চালিয়ে অন্তত ৫০টি পুলকার আটক করা হয়েছে।

বেআইনি পুলকার আটকাতে তৎপর সরকার, অভিযানে আটক অন্তত ৫০টি গাড়ি

এই পুলকারগুলি মূলত স্কুল পড়ুয়াদের নিয়েই যাতায়াত করে। কোনওটির বৈধ কাগজপত্র নেই, কোনওটির গাড়ি ভগ্নদশা, কোনওটির স্কুলের গাড়ি চালানোর অনুমতি নেই, কোনও গাড়ি ফিট সার্টিফিকেট নেই, আবার কোনওটির চালকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। এদের সবকটি গাড়িই আটক করেছে পুলিশ।

পরিবহণ দফতর সূত্রে খবর, বেআইনি পুলকারে স্কুলের ছোট শিশুদের তুলে দিয়ে প্রাণের ঝুঁকি নিতে চাইছে না সরকার। নিরাপত্তার বিষয়টিই বেশি প্রাধান্য পাচ্ছে। এছাড়া বিভিন্ন স্কুলে নির্দেশিকাও জারি হয়েছে, যেসব শিশুরা অভিভাবকের সঙ্গে মোটরবাইকে চেপে আসে, তাদের হেলমেট পরতে হবে। অন্যথায় স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।

English summary
TMC govt. taking steps against illegal pool cars carrying school children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X