For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যকে মনিরুল ও আরাবুলের বাংলা বানাতে দেব না, মমতাকে কড়া বার্তা দিলীপের

এই রাজ্যকে মনিরুল আর আরাবুলের বাংলা বানাতে দেব না। এটা ভারতীয় জনতা পার্টির শপথ। এই বাংলা রামকৃষ্ণ, অরবিন্দ, শ্যামাপ্রসাদের বাংলাই থাকবে। বাংলা থাকবে রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগরের।

Google Oneindia Bengali News

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : এই রাজ্যকে মনিরুল আর আরাবুলের বাংলা বানাতে দেব না। এটা ভারতীয় জনতা পার্টির শপথ। এই বাংলা রামকৃষ্ণ, অরবিন্দ, শ্যামাপ্রসাদের বাংলাই থাকবে। বাংলা থাকবে রামমোহন, বিবেকানন্দ, বিদ্যাসাগরের। শহিদ মিনারের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া বার্তা দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর সাফ কথা, পশ্চিমবঙ্গকে কখনই বাংলাদেশ হতে দেব না। যাঁরা এই চেষ্টা করছে, তাঁদের এই অপচেষ্টা ব্যর্থ হবে।[তৃণমূলের কীর্তিমান দাদা-দিদিদের 'কথাকাব্য']

শহিদ মিনারের সভায় মনিরুল ও আরাবুলকে মমতা বন্দ্যোপাধায়ের কানের দুল বলে ব্যাখ্যা করেন দিলীপবাবু। তারপরই বলেন, এই বাংলাকে কিছুতেই আরাবুল-মনিরুলদের বাংলা বানানো যাবে না। বাংলার পবিত্র মাটি কলঙ্কিত করার প্রয়াস বিজেপি রুখবেই। রোজভ্যালিকাণ্ডে দিলীপবাবুর আক্রমণ, ওড়িশা থেকে বিজেপি নেতারা আমাকে ফোন করে বলছেন, 'দিলীপবাবু, বলরামকে তো পাঠালেন, সুভদ্রা তো এখনও আসছেন না! সুভদ্রাকে পাঠান। আমরা চাই কটকের জেলেই পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মিটিং হোক। আমরা পুরো জেল খালি করে দিয়েছি।'[বাংলায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি,কংগ্রেস ও বামেদের একজোট হওয়ার আহ্বাণ কৈলাশ বিজয়বর্গীয়র]

রাজ্যকে মনিরুল ও আরাবুলের বাংলা বানাতে দেব না, মমতাকে কড়া বার্তা দিলীপের

দিলীপবাবুর আরও বলেন, 'উত্তরপ্রদেশ নির্বাচন শেষ হতে দিন। বাংলা থেকে কটক ট্রেনে রিজার্ভেশন করা আছে। খুব শীঘ্রই সেদিন আসছে, যেদিন কটকের জেলে বলে ক্যাবিনেট মিটিং হবে বাংলার।' এদিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই তাঁকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ। ভারতীয় জনতা পার্টি তাঁর যাবতীয় দিবাস্বপ্ন ভেঙে দেবেন বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন, 'যিনি বাংলাকে নিয়ে দিবাস্বপ্ন দেখছেন, তাঁর সুখের সংসার ভেঙে দেব। সুখের সংসারের কাঁথায় আগুন ধরিয়ে দেব।'[চাইলে মমতার চুলের মুঠি ধরে টানতে টানতে দিল্লির বাইরে বের করে দিতাম : দিলীপ ঘোষ]

দিলীপবাবুর কটাক্ষ, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে সততার প্রতীক বলে দাবি করেন। তিনি যদি সততার প্রতীক হবেন, তো তাঁর দলের নেতাদের দুর্নীতির দায়ে জেল খাটতে হচ্ছে কেন? লোকসভার দলনেতা দুর্নীতির দায়ে জেল খাটছে। এটা রাজ্যের কাছে একটা বড় লজ্জার!'[সাদা কাপড়ের ভিতরে লুকানো কালো টাকা, মমতাকে পাল্টা তোপ দিলীপ ঘোষের]

English summary
State will not make Bengal of Manirul and Arabul. Dilip Ghosh give strong message to Mamata Banerjee.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X