For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোথায় পুলিশি পিকেট, কোথায় কোথায় মিছিল, দেখে নিন একজনজরে

গঙ্গার দুপারে প্রায় চল্লিশটি জায়গায় ব্যারিকেড বানিয়েছে পুলিশ। এমনকী, বামেদের মিছিলের আগে এবং পিছনেও থাকবে পুলিশের দল। সবমিলিয়ে বামেদের নবান্ন অভিযানে সোমবার কলকাতায় উত্তেজনা তুঙ্গে।

Google Oneindia Bengali News

বামেদের নবান্ন অভিযান রুখে দিতে কলকাতা যেন এখন নিরাপত্তার দুর্গে পরিণত হয়েছে। যদিও, বামেরাও নবান্ন অভিযান-এর জন্য পরিকল্পিতভাবেই সব আয়োজন করেছে। একনজরে দেখে নেওয়া যাক, কোথায় কোথায় থাকছে কত সংখ্যক পুলিশের ব্যাটেলিয়ান? আর কোথায় কোথায় থেকে শুরু হচ্ছে বামেদের মিছিল?

কোথায় পুলিশি পিকেট, কোথায় কোথায় মিছিল, দেখে নিন একজনজরে

১) শিয়ালদহ, পার্ক সার্কাস ময়দান, রাজা সুবোধ মল্লিক স্কোয়ার, খিদিরপুর মোড়, প্রেসিডেন্সি জেল এবং কলকাতা পুরসভার সামনে থেকে মিছিল।

২)হাওড়ার দিকে আন্দুল রোড, ফোরশো রোড, কোনা এক্সপ্রেসওয়ে, ক্যারি রোড মোড়, সাঁতরাগাছি সেতু এবং হাওড়া স্টেশন চত্বর এলাকা থেকে মিছিল যাবে নবান্নের দিকে।

৩) কলকাতার ১২টি রাস্তায় পুলিশ পিকেট। মোট ২৮টি জায়গায় পুলিশ পিকেট।

৪) ৩১টি জায়গায় ব্যারিকেড। রানি রাসমণি অ্যাভিনিউ, পুলিশ ট্রেনিং স্কুল এবং হেস্টিং মোড়কে জমায়েত স্থল হিসাবে চিহ্নিত করা হয়েছে।
৫) জমায়েত স্থলে ১ জন করে অতিরিক্ত পুলিশ কমিশনার, ১ জন যুগ্ম কমিশনার, ২ জন করে ডিসি, ৪ জন কর এসি, ৮ জন ইন্সপেক্টর সহ প্রায় ১৫০ পুলিশ।

৬) মেয়ো রোড, ফোরশোর রোড, রেড রোড, ফারলং গেট, বিদ্যাসাগর সেতুর টোল প্লাজা-সহ দশটি জায়গায় অস্থায়ী ইস্পাতের দেওয়াল।

৭)একাধিক স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১১টি জায়গায় স্পেশাল ফোর্সের জওয়ানদের মোতায়েন করা হয়েছে।

৮) গঙ্গার ১০টি জেটিতেও পিকেট রাখা হচ্ছে। তিন জায়গায় জলকামান।

৯) হাওড়ার ৯০০ পুলিশ এবং বাইরের জেলা থেকে ১২০০ জনকে নিয়ে আসা হয়েছে। হাতে লাঠি, ঢাল এবং থাকছে রবার বুলেট।

১০) নবান্নের সামনে থাকছে কলকাতা পুলিশের কমব্যাট ফোর্স।

English summary
Some key points on Left rally towards Nabanna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X