For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানব-বন্ধনেও পিছু ছাড়ল না রাজ্যসভার প্রার্থীপদ বিতর্ক, কী জবাব ইয়েচুরির

সম্প্রতি কংগ্রেসের সমর্থন সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী করার বিষয়ে মান্যতা দেয়নি কেন্দ্রীয় কমিটি। মূলক প্রকাশ কারাত লবিই আটকে দেন সীতারাম ইয়েচুরিকে। সেই আঙ্গিকেই গণতন্ত্রের পাঠ সীতারাম ইয়েচুরির

Google Oneindia Bengali News

স্বাধীনতা দিবসের মানববন্ধন কর্মসূচিতে যোগ গিয়ে গণতন্ত্রের পাঠ শেখালেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মঙ্গলবার কলকাতায় তিনি বলেন, 'সংখ্যাগরিষ্ঠদের মত সর্বদা মেনে নিতে হয় সংখ্যালঘুদের। এটাই নিয়ম। সংখ্যাগরিষ্ঠদের মান্যতা দেওয়ার নামই গণতন্ত্র।'

মুখে না বললেও সীতারাম ইয়েচুরির এই মন্তব্যের পিছনে লুকিয়ে রয়েছে রাজ্যসভায় প্রার্থীপদ নিয়ে বিতর্ক। গণতন্ত্রে সংখ্যাগরিষ্ঠদের গুরুত্বের কথা ব্যাখ্যা করার আগে তিনি মন্তব্য করেন, 'কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের অবসান হওয়া জরুরি।' তাঁর কথায়, 'আমাদের দলের কোনও বিতর্ক নেই। সিপিএম সর্বদা সংখ্যাগরিষ্ঠকে মান্যতা দিয়ে এসেছে। এবারেও তার অন্যথা করা হয়নি। সংখ্যাগরিষ্ঠরা যা চেয়েছেন সিপিএমের তরফে তা-ই মেনে নেওয়া হয়েছে।

সীতারাম ইয়েচুরি

তবে রাজনৈতিক মহলে বিতর্ক এখনও চলছে। সেই বিতর্কের অবসান হওয়া জরুরি বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, আসন্ন পার্টি কংগ্রেসে এই বিষয়ে তাঁরা আলোচনা করবেন। কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তাতে জল ঢালতে উত্তর খোঁজার চেষ্টা হবে পার্টি কংগ্রেসে। সে কথা স্পষ্ট করেই এদিন জানিয়ে দেন ইয়েচুরি।

উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের সমর্থন সীতারাম ইয়েচুরিকে রাজ্যসভায় প্রার্থী করার বিষয়ে মান্যতা দেয়নি কেন্দ্রীয় কমিটি। মূলক প্রকাশ কারাত লবিই আটকে দেন সীতারাম ইয়েচুরিকে। ইয়েচুরির মতো বলিষ্ঠ এক বক্তাকে বিরোধী বেঞ্চে হারাতে চাননি রাহুল গান্ধী। তাই সিপিএমের সীতারাম ইয়েচুরি প্রার্থী হলে কংগ্রেস নিজেদের প্রার্থী না দিয়ে তাঁকে সমর্থন করবে বলে খোলাখুলি জানিয়ে দিয়েছিল।

কিন্তু প্রকাশ কারাতরা তা খারিজ করে দেওয়ায় সিপিএমের মধ্যেই বিভাজন দেখা দেয়। বিশেষ করে বাংলা সিপিএমের একটা বড় অংশের মত, কংগ্রেসের সমর্থনে সীতারাম ইয়েচুরিকে প্রা্র্থী করা উচিত ছিল। সীতারামের মতো একজন সাংসদ থাকলে, দলের কথা সংসদে তুলে ধরতে পারতেন। কিন্তু সেই সুযোগকে অপচয় করল সিপিএম। এটা তাদের আর এক ঐতিহাসিক ভুল বলে ব্যাখ্যা করেন তাঁরা।

সেই বঙ্গ সিপিএমের সামনেই সংখ্যাগরিষ্ঠ মতকে সম্মান দেওয়ার বার্তা দিয়ে গেলেন দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন, সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র প্রমুখ সিপিএমের শীর্ষ নেতারা।

English summary
Sitaram Yechuri says, they want to end the debate about cong-support in Party Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X