For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুভ্রা কুণ্ডু ম্যাডাম নন! তাহলে ‘ম্যাডাম রোজভ্যালি’ কে? তদন্তে নয়া মোড়

এ ম্যাডাম সে ম্যাডাম নন। মানে শুভ্রা কুণ্ডু মাডাম রোজভ্যালি নন। দফায় দফায় জেরার পর ‘বোধোদয়’ রোজভ্যালি তদন্তকারী অফিসারদের।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৮ ফেব্রুয়ারি : এ ম্যাডাম সে ম্যাডাম নন। মানে শুভ্রা কুণ্ডু মাডাম রোজভ্যালি নন। দফায় দফায় জেরার পর 'বোধোদয়' রোজভ্যালি তদন্তকারী অফিসারদের। 'ম্যাডাম' শুভ্রা কুণ্ডুকে জিজ্ঞাসাবাদ করেই তদন্তাকারীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। রোজভ্যালি কাণ্ডে ইডি অফিসার মনোজ কুমার ও গৌতম-পত্নী শুভ্রা কুণ্ডুর সম্পর্ক নিয়ে তদন্তে নেমে অন্য 'ম্যাডাম রোজভ্যালি'র তত্ত্ব সামনে চলে এসেছে।[রোজভ্যালি তদন্তে আজ ফের শুভ্রা কুণ্ডুকে জেরা তদন্তকারী অফিসারদের]

এতদিন রোজভ্যালি কর্ণধার গৌতম কুণ্ডুর স্ত্রীকেই ম্যাডাম রোজভ্যালি মনে করে তদন্ত এগোচ্ছিল। তদন্তকারীরা জামতে পারেন সারদা কর্তা সুদীপ্ত সেনের ডানহাত যেমন ছিলেন দেবযানী মুখোপাধ্যায়, তেমনই রোজভ্যালি কর্তারও একজন ম্যাডাম ছিলেন। সেই ম্যাডাম শুভ্রা কুণ্ডু নন।[ফের ম্যাডাম রোজভ্যালি থাবা, সেকেন্ড ইন কম্যান্ডের সঙ্গেও ইডি অফিসারের যোগ!]

শুভ্রা কুণ্ডু ম্যাডাম নন! তাহলে ‘ম্যাডাম রোজভ্যালি’ কে? তদন্তে নয়া মোড়

পুলিশি জেরার মুখ্য শুভ্রা কুণ্ডু তদন্তকারীদের জানিয়েছেন, আমি রোজভ্যালির অফিসে নিয়মিত যতাম না। যেতাম খুব কম। তারপর কেউই আমাকে ম্যাডাম বলেও ডাকতেন না। তাই ম্যাডাম রোজভ্যালি বলে আমার কোনও পরিচিতি কোনওদিনও তৈরি হয়নি। তিনিই তদন্তকারীদের কাছে কিছু সূত্র দিয়েছেন এই ম্যাডাম রোজভ্যালি সম্বন্ধে। এক মহিলা অফিসারের কথা, তাঁর প্রভাবের কথা জানিয়েছেন তিনি। সেইমতো তদন্তের অভিমুখ বদলে যাচ্ছে।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]

হাওলা কারবারির দফতরে ম্যাডাম রোজভ্যালির নামে একটি অ্যাকাউন্টের খোঁজ পাওয়া যায়। সেই থেকেই সন্দেহের তির ধেয়ে আসে শুভ্রা কুন্ডুর দিকে। দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় শুভ্রা কুণ্ডুকে। কিন্তু ওই আবাসন থেকে ম্যাডাম রোজভ্যালির অ্যাকাউন্ট সংক্রান্ত কোনও প্রমাণ পাওয়া যায়নি। শুভ্রা কুণ্ডুর জানিয়ে দেন তিনি ম্যাডাম রোজভ্যালি নন। ওই নামে তাঁর কোনও অ্যাকাউন্টও নেই।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]

তার পরই অন্যদিকে মোড় নেয় তদন্ত। পুলিশ জানতে পেরেছে, এই ম্যাডাম সেই ম্যাডাম যিনি গৌতম কুণ্ডু গ্রেফতার হওয়ার পরও টানা ছ'মাস রোজভ্যালির সমস্ত অফিসের কাজকর্ম চালু রেখেছিলেন। আদালত চত্বরে তিনি নিয়নমিত দেখা করতে আসতেন গৌতম কুণ্ডুর সঙ্গে। এখন তাঁর খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। পুলিশের দাবি, রোজভ্যালি এমডি শিবম. দত্ত গ্রেফতার হওয়ার পরই উধাও হয়ে যান ওই ম্যাডাম।

এই ম্যাডামের ব্যাপারে সমস্ত তথ্য-তালাশ সেরে ফেলেছেন তদন্তকারীরা। তিনি যে বিলাসবহুল জীবনযাপন করতেন, বেশিরভাগ সিদ্ধান্ত তিনি নিতেন, তা রোজভ্যালির কর্মীরাই নিশ্চিত করেছেন। সেইসঙ্গে তাঁরা জানিয়েছেন, এই ম্যাডাম যেমন সুন্দীরা ছিলেন, তেমনি ছিলেন বুদ্ধিমতী। কেন তিনি উধাও, তাঁর কী কী লিঙ্ক রয়েছে, তা জানতে তৎপর তদন্তকারীরা।

English summary
Shuvra Kundu is not madam! Who is Madam rose valley? New turn came in the investigation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X