For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নারদকাণ্ডে ইডি-র তলব শুভেন্দুকে, এড়াতে পারেন হাজিরা

নারদ মামলায় গত জুলাই মাসে প্রথমবার ডাকা হয় শুভেন্দু অধিকারীকে। তারপর আগস্টের ৪ তারিখের পর ফের এদিন তলব করা হল।

Google Oneindia Bengali News

নারদকাণ্ডে মঙ্গলবার ফের ইডি হাজিরা এড়াতে পারেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে তলব করেছে ইডি। তিনি এদিন ইডি দফতরে যেতে পারেন বলেই ওয়াকিবহাল মনে করছিল। কেননা এর আগে ইডি হাজিরায় তলব করা অন্যান্য মন্ত্রী-নেতারা হাজিরা দেন ইডি দফতরে। কিন্তু এদিনও শুভেন্দু অধিকারী হাজিরা এড়াচ্ছেন বলেই খবর।

এর আগে ৪ আগস্ট তাঁকে তলব করেছিল ইডি। সেদিনও শুভেন্দু অধিকারী হাজিরা দেননি। এদিন ফের হাজিরা এড়ালে এই সপ্তাহেই ফের তাঁকে নোটিশ পাঠানো হতে পারে। ইতিমধ্যে তিনবার তলব করা হয়ে গেল তাঁকে। এর পরও যদি তিনি হাজিরা না দেন, আইনানুগ ব্যবস্থা নেবে ইডি।

নারদকাণ্ডে ইডি-র তলব শুভেন্দুকে, এড়াতে পারেন হাজিরা

নারদ মামলায় গত জুলাই মাসে প্রথমবার ডাকা হয় শুভেন্দু অধিকারীকে। তারপর আগস্টের ৪ তারিখের পর ফের এদিন তলব করা হল। আগে পুর নির্বাচনে ব্যস্ত থাকার কারণ দর্শিয়ে ছিলেন তিনি। এবার বন্যা পরিস্থিতির কারণ দর্শিয়ে তিনি এড়াতে পারেন হাজিরা।

গত সপ্তাহে নারদ-কাণ্ডে তৃণমূল সরকারের তিন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম ইডি দফতরে হাজিরা দেন। তাঁরা সিজিও কমপ্লক্সে হাজিরা দিয়ে নিজেদের নিজেদের বক্তব্য জানান। এবার শুভেন্দুবাবু কী করেন, তা-ই দেখার।

English summary
Shuvendu Adhikari can avoid appearance in ED office of Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X