For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সারদা কাণ্ডে দীর্ঘ জেরা তাপস পালকে, গ্রেফতার মনোরঞ্জনা সিং ও শান্তনু ঘোষ

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ অক্টোবর : সারদা কেলেঙ্কারি মামলায় ফের একবার সিবিআই জেরার মুখে পড়লেন তৃণমূল সাংসদ তাপস পাল। এদিন সল্টলেকের সিজিএ কমপ্লেক্সে ডেকে পাঠিয়ে দীর্ঘক্ষণ জেরা করা হয় তাপস পালকে। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলে ম্যারাথন জেরা। [চিত্রশিল্পী শুভাপ্রসন্নকে ৫ ঘণ্টার ম্যারাথন জেরা]

অন্যদিকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মাতঙ্গ সিংয়ের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিং ও ব্যবসায়ী শান্তনু ঘোষকে এদিন গ্রেফতার করল সিবিআই। সারদা কাণ্ডে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রতারণা সহ একাধিক অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। [তাপস পালের বাড়ি তল্লাশি]

সারদা কাণ্ডে দীর্ঘ জেরা তাপস পালকে, গ্রেফতার মনোরঞ্জনা সিং

চ্যানেলের নামে তার থেকে মনোরঞ্জনা সিং ২৫ কোটি টাকা নিয়েছেন বলে অভিযোগ সারদা কর্ণধার সুদীপ্ত সেনের। অন্যদিকে সারদার ভরাডুবির অন্যতম কারণ হিসাবে শান্তনু ঘোষের নামে অভিযোগ করেছেন সুদীপ্ত সেন। [এবার ফেসবুক, টুইটারে নজরদারি চালাবে রাজ্য]

এর আগে একাধিকবার এই দুজনকে জেরা করেছে সিবিআই ও ইডি। যেসকল তথ্য তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল সেসম্পর্কে কোনও কাগজপত্রও জমা দিতে পারেননি অভিযুক্তেরা। এমনকী তথ্য গোপনের অভিযোগও তাদের বিরুদ্ধে আনা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। [মদের প্রশ্নে মেজাজ হারালেন মন্ত্রী মদন!]

অন্যদিকে, এদিন তাপস পালকে সারদা ছাড়াও রোজভ্যালি কেলেঙ্কারি নিয়েও বিস্তর জেরা করেন সিবিআই আধিকারিকেরা। এদিন সকালে নিজের স্ত্রী নন্দিনী পালকে নিয়ে সিবিআই দফতরে হাজির হন তাপসবাবু। পরে ফের তাঁকে ডেকে পাঠিয়ে জেরা করা হতে পারে বলে জানা গিয়েছে। [রাজ্যে ফের চিটফান্ড কেলেঙ্কারি! ২৫০০ কোটি টাকা কেলেঙ্কারির তদন্তে সিবিআই]

English summary
Saradha Scam : CBI quizzed Tapas Pal, arrests Manoranjana Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X