For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর দুই শীর্ষকর্তাকে গভীর রাত পর্যন্ত জেরা, ফের তলব

সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সিইও রূপালি বসু ও বর্তমান সিইও রানা দাশগুপ্তকে ম্যারাথান জেরার পরও সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। দু’জনকেই ফের তলবের সম্ভাবনা রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৫ মার্চ : সঞ্জয় রায়ের মৃত্যুর ঘটনায় অ্যাপোলো হাসপাতালের প্রাক্তন সিইও রূপালি বসু ও বর্তমান সিইও রানা দাশগুপ্তকে ম্যারাথান জেরার পরও সন্তুষ্ট নয় কলকাতা পুলিশ। দু'জনকেই ফের তলবের সম্ভাবনা রয়েছে। প্রয়োজনে মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে অ্যাপোলোর দুই শীর্ষকর্তা রূপালি বসু ও রানা দাশগুপ্তকে। বুধবার ফের তলব করা হতে পারে রানা দাশগুপ্তকে, এমনই ইঙ্গিত মিলেছে পুলিশের তরফে।[ভুল চিকিৎসায় রোগী মৃত্যু মেডিকায়, সুবিচার চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ পরিবার]

মঙ্গলবারই সন্ধ্যা ছ'টা নাগাদ ফুলবাগান থানায় হাজিরা দিতে আসেন রূপালিদেবী। বিকেল সাড়ে তিনটে নাগাদ আসেন রানা দাশগুপ্ত। ফুলবাগান থানায় তাঁদের দফায় দফায় জেরা চলে। গভীর রাত পর্যন্ত তাদের আলাদা আলাদা করে জেরা করা হয়। উভয়েরই বয়ান রেকর্ড করা হয়। দু'জনেই তদন্ত সহযোগিতা করেছেন বলে তদন্তকারীরা জানিয়েছেন। তবে সেই জেরায় সন্তুষ্ট নয় পুলিশ।['আগে চিকিৎসা, পরে টাকা', বেসরকারি হাসপাতালকে ফের বার্তা দিলেন মমতা]

সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর দুই শীর্ষকর্তাকে গভীর রাত পর্যন্ত জেরা, ফের তলব

এর আগে দফায় দফায় অন্যান্য চিকিৎসক ও হাসপাতাল কর্মীদের জেরা করা হয়। হাসপাতালের গাফিলতির অভিযোগ স্পষ্ট হতে দুই শীর্ষকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। সেইমতো মঙ্গলবার প্রাক্তন ও বর্তমান দুই সিইও-কে ডাকা হয় ফুলবাগান থানায়। অ্যাপোলো তদন্ত রিপোর্ট নবান্নে জমা পড়ার পরই হাসপাতালের প্রাক্তন সিইও-কে এই জেরা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহালমহল।[সঞ্জয় রায়ের মৃত্যু : অ্যাপোলোর প্রাক্তন ও বর্তমান সিইও-কে দফায় দফায় জেরা কলকাতা পুলিশের]

উল্লেখ্য, অ্যাপোলোয় সঞ্জয় রায়ের মৃত্যু নিয়ে তোলপাড় হওয়ার পরই রুপালি বসু পদত্যাগ করেন অ্যাপোলোর পূর্বাঞ্চলের সিইও পদ থেকে। তাঁর স্থলাভিষিক্ত হন রানা দাশগুপ্ত।

English summary
Sanjay Roy Death: Investigators marathon questioned to Apollo's former CEO Rupali Basu and CEO Rana Dasgupta. Again they are summoned.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X