For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সল্টলেকের ডাকাতির কিনারা, মূল অভিযুক্ত পাশের বাড়ির রাঁধুনি

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বিধাননগর, ১৩ জুলাই: পাঁচদিনের মাথায় সল্টলেকের সি ই ব্লকের বাড়িতে ডাকাতির কিনারা করল পুলিশ। এই ঘটনায় রাজারহাট থেকে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাড়ি থেকে ডাকাতি হওয়ার গয়নার বেশ কিছুটা অংশও উদ্ধার করা গিয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।[সল্টলেকে এক বাড়িতে মহিলাদের বেঁধে রেখে দুঃসাহসিক ডাকাতি, ফের প্রশ্নের মুখে নিরাপত্তা]

পুলিশের দাবি, এই ঘটনার মূল অভিযুক্ত পাশের বাড়ির রাঁধুনি। যদিও ঘটনার পর থেকেই ফেরার সে। সেই রাঁধুনিকে ধরতে তল্লাসি অভিযান চালাচ্ছে পুলিশ। বাড়ি চিহ্নিত করা ছিল তার মূল কাজ। এরপর তার সঙ্গীরা বাড়িতে হামলা চালাত।

সল্টলেকের ডাকাতির কিনারা, মূল অভিযুক্ত পাশের বাড়ির রাঁধুনি

উল্লেখ্য গত শুক্রবারদিন রাত আটটা নাগাদ পরিবারের এক সদস্য বাড়ি থেকে বেরতে গেলে হুড়মুড়িয়ে সাত-আট জনের এক দুষ্কৃতী দল বাড়িতে ঢুকে পড়ে। মহিলাদের হাত বেঁধে খেলনা বন্দুকের সাহায্যে ভয় দেখিয়ে ওই বাড়িতে লুঠ চালায় ডাকাতদল।

পরে পুলিশ তদন্ত করতে এসে বাড়ি থেকে খেলনা বন্দুক উদ্ধার করে। এদিন যে ৬ জনকে রাজারহাট থেকে গ্রেফতার করেছে পুলিশ তাদের কাছ থেকেও একই ধরণের খেলনা বন্দুক উদ্ধার হয়েছে। শুধু সল্টলেকের এই বাড়ি নয়, একাধিক বাড়িতে একইভাবে এই দুষ্কৃতী দল ডাকাতি চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

English summary
Salt Lake Robbery Case solved: Police arrested 6, looking for main accuse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X