For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সেফ ড্রাইভ সেভ লাইফ' উদ্যোগে কলকাতায় দারুণভাবে কমল পথ দুর্ঘটনার সংখ্যা

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কলকাতা পুলিশের 'সেফ ড্রাইভ সেভ লাইফ' উদ্যোগ দারুণভাবে সাড়া ফেলল। এর ফলে পথ দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৩০ জানুয়ারি : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত কলকাতা পুলিশের 'সেফ ড্রাইভ সেভ লাইফ' উদ্যোগ দারুণভাবে সাড়া ফেলল। এর ফলে পথ দুর্ঘটনায় হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যুর সংখ্যা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে বলে সরকারি সূত্রে দাবি করা হয়েছে।

গত বছরের জুলাই মাস থেকে এই উদ্যোগ চালু করে কলকাতা পুলিশ। পথ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্কী স্বয়ং এমন ভাবনাকে চালু করতে বলেন। আর যার ফল মাত্র কয়েকমাসেই হাতেনাতে মিলেছে।

'সেফ ড্রাইভ সেভ লাইফ' : কলকাতায় কমল পথ দুর্ঘটনার সংখ্যা

জানা গিয়েছে, গত বছরের জুলাই মাসে এই উদ্যোগ শুরু করে কলকাতা পুলিশ। জুলাই থেকে গত বছরের ডিসেম্বরের শেষ তারিখ পর্যন্ত মোট ৩২ জন হেলমেটহীন বাইক আরোহীর মৃত্যু ঘটেছে। যা ২০১৫ সালে একই সময়ে ছিল ৬১ জন।

এছাড়া ২০১৬ সালে শহরে মোট ১৮৪টি দুর্ঘটনায় ১৯৫ জনের মৃত্যু হয়েছে। যা ২০১৫ সালে ছিল - ২১৬টি ঘটনায় ২২০ জনের মৃত্যু। অর্থাৎ সব ধরনের দুর্ঘটনাতেই মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে।

২০১৬ সালে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল ৪০৭টি যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন বলে জানা গিয়েছে। এছাড়া ২০১৫ সালে যেখানে পথচারীর মৃত্যুর সংখ্যা ২১৮ জন ছিল তা ২০১৬ সালে কমে ১৯৩তে এসে দাঁড়িয়েছে। এর পাশাপাশি সড়ক দুর্ঘটনায় ২০১৫ সালে আহতের সংখ্যা ছিল ৩৩২৯টি যা ২০১৬ সালে কমে ৩১৮২তে এসে ঠেকেছে বলে জানা গিয়েছে।

English summary
The Kolkata Police’s Safe Drive Save Life campaign has proved to be effective as the number of deaths owing to helmetless two-wheeler ride has halved ever since the drive was launched.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X