For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও ৬ দিন সিবিআই হেফাজতে সুদীপ, লেনদেন সংক্রান্ত তথ্য পেশ আদালতে

সিবিআই তদন্তকারী অফিসাররা মনে করছেন, তৃণমূলের এই হেভিওয়েট সাংসদকে আরও জেরা প্রয়োজন। সেই কারণেই তাঁকে আরও ছ’দিনের হেফাজতের আবেদন জানানো হয়। আদালত তা মঞ্জুর করে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ জানুয়ারি : রোজভ্যালিকাণ্ডে গ্রেফতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দোপাধ্যায়কে ফের ৬ দিনের সিবিআই হেফজতের নির্দেশ দিল আদালত। সোমবার তাঁকে ভুবনেশ্বরে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হয়। তাঁকে ছ'দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে আরও ছ'দিনের সিবিআই হেফাজতের নির্দেশ জারি করে।[সবুজ সঙ্কেত মিলেছে, শীঘ্রই টলিউডের গ্ল্যামার কুইনকে তলব করতে চলেছে সিবিআই]

সিবিআই তদন্তকারী অফিসাররা মনে করছেন, তৃণমূলের এই হেভিওয়েট সাংসদকে আরও জেরা প্রয়োজন। সেই কারণেই তাঁকে আরও ছ'দিনের হেফাজতের আবেদন জানান সিবিআই আইনজীবীরা। এদিন আদালতে রোজভ্যালির সঙ্গে তাঁর লেনদেন সংক্রান্ত তথ্য-প্রমাণ দাখিল করা হয়। সেইসঙ্গে সাংসদ ঘনিষ্ঠ দু'জনের গোপান জবানবন্দিও নেওয়া হয়।[সুদীপ-রোজভ্যালি আর্থিক লেনদেন প্রকাশ্যে, ফের হেফাজতে চাইবে সিবিআই]

আরও ৬ দিন সিবিআই হেফাজতে সুদীপ, লেনদেন সংক্রান্ত তথ্য পেশ আদালতে

ইতিমধ্যেই সিবিআইয়ের তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন, সুদীপবাবু দু'দফায় রোজভ্যালি কর্তার কাছ থেকে ৫ লক্ষ করে টাকা নিয়েছেন। দু'জন বিশ্বাসভাজনকে পাঠিয়ে তিনি এই টাকা আনেন রোজভ্যালির অফিস থেকে। এছাড়াও একাধিক লেনদেনের প্রমাণ এদিন তুলে ধরা হয়।[সুদীপের সঙ্গে দেখা টিম পার্থর, ব্রাত্যই রইলেন তাপস পাল]

সিবিআই-এর দাবি, দু'জন বিশ্বাসভাজনকে রোজভ্যালি অফিসে পাঠিয়ে সুদীপবাবু টাকা নিয়ে আসেন। এরকম একাধিক ঘটনা ঘটেছে। তৃণমূলের হেভিওয়েট সাংসদের রোজভ্যালি-যোগ ক্রমশ প্রকাশ হয়ে পড়ছে। তাঁর আর্থিক লেনদেনের বিষয়গুলিও সামনে আসতে শুরু করেছে। তাঁকে আরও জেরা করলে তা বেরিয়ে আসবে। এরপরই বিচারক তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দেন।

English summary
More 6 days CBI custody of Sudip Banerjee. His Rose valley transaction information submitted to the court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X