For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোজভ্যালির লক্ষাধিক টাকা নিয়েছে বিজেপিও, খোঁজ মিলল আন্দামানে

তৃণমূল কংগ্রেসের পরে এবার রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়াল বিজেপিরও। আন্দামানে বিজেপির অ্যাকাউন্টে লক্ষাধিক টাকা ঢুকেছে বলে অভিযোগ।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৭ ফেব্রুয়ারি : তৃণমূল কংগ্রেসের পরে এবার রোজভ্যালি আর্থিক দুর্নীতি কাণ্ডে নাম জড়াল বিজেপিরও। তদন্তকারীরা কমপক্ষে তিনটি চেকের সন্ধান পেয়েছেন যা দিয়ে ১ লক্ষ টাকার বেশি বিজেপির অ্যাকাউন্টে জমা করা হয়েছে। এবং ঘটনাটি ঘটেছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।[রোজভ্যালি তদন্তে মনোজ কুমারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে ইডি]

আন্দামানে রোজভ্যালির বিস্তৃত ব্যবসা ছিল। সেখানেই বিজেপিকে লক্ষাধিক টাকা চেকের মাধ্যমে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।[রোজভ্যালি কাণ্ড : ওড়িশা আদালতে ফের জামিন খারিজ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের]

রোজভ্যালির লক্ষাধিক টাকা নিয়েছে বিজেপিও, খোঁজ মিলল আন্দামানে

সারদা চিটফান্ড কাণ্ডের চেয়ে বহরে রোজভ্যালি কেলেঙ্কারি অন্তত ৬ গুণ বড় বলেই ধারণা তদন্তকারীদের। গতমাসে সিবিআই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করার পরে কলকাতা পুলিশও কোমর বেঁধে তদন্ত নেমেছে।[কলকাতা পুলিশের পর এবার শুভ্রা কুণ্ডুকে তলব ইডির!]

বিজেপির বিষ্ণুপদ রায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে তিনবারের সাংসদ জানিয়েছেন, আন্দামানে রোজভ্যালি ব্যবসা করেছে একসময়। বাকীদের মতো তারাও অনুদান দিয়েছে। যে টাকা তারা অনুদান দিয়েছে তা আমরা চেকের মাধ্যমে নিয়েছি।[রোজভ্যালি তদন্তে সিবিআই স্ক্যানারে এবার ভেসে উঠল কলকাতা নাইট রাইডার্সের নাম]

তবে কত টাকা ঠিক নেওয়া হয়েছে তা বিষ্ণুপদ রায় মনে করে বলতে পারেননি। তবে তাঁর অভিযোগ, বহু কোম্পানি আন্দামানে এসে লুঠ করেছে। আর সবকটির উৎসই কলকাতা।

জানা গিয়েছে, রোজভ্যালি বা এর মতো আর্থিক ব্যবসা থেকে উপকৃত হয়েছেন বিজেপির মহিলা শাখার এক পরিচিত নেত্রীও। তবে তিনি কে তা এখুনি খোলসা করেনি তদন্তকারীরা। এর আগে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যেমন জানিয়েছেন, রোজভ্যালির কাছ থেকে শিল্পী হিসাবে কাজ করে তিনি টাকা নিয়েছেন।

English summary
After the Trinamool Congress, it is the BJP's turn to face the heat in the Rs 17,000-crore Rose Valley group deposit-taking scam. Investigators have traced at least three cheques amounting to more than Rs 1 lakh issued in favour of the BJP in the Andaman and Nicobar Islands, during the years when the Rose Valley group had an active business in the area.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X