For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পদ ছাড়ুন, এসএমএস প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের, পাল্টা জবাব মানসের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৫ জুলাই : "তৃণমূল কংগ্রেস সরকার আমাদের মধ্যে ফাটল ধরাতে চায়। ওদের উদ্দেশ্য সফল হতে দেবেন না। ওদের দেওয়া পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদ গ্রহণ করবেন না। এটাই দলের সিদ্ধান্ত।" এই বলে মানস ভুঁইয়াকে এসএমএস করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

দমে যাওয়ার পাত্র নন সবংয়ের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়াও। কংগ্রেস সূত্রে খবর, তিনিও পাল্টা এমএসএস করেছেন অধীর চৌধুরীকে। বলেছেন, অনেক কিছু বলার আছে। কংগ্রেসের পরিষদীয় দলের বৈঠকে যা বলার বলব।

পদ ছাড়ুন, এসএমএস প্রদেশ সভাপতি অধীরের, পাল্টা জবাব মানসের

কংগ্রেস সূত্রে খবর, আগামিকাল ঈদ। এই পরবের জন্য আগামী এক সপ্তাহ পরিষদীয় দলের বৈঠকের কোনও সম্ভাবনা নেই। তাহলে এই সমস্য়ার সমাধান কীভাবে হবে তা বের করতেই এখন মরিয়া কংগ্রেস শিবির।

দিল্লির হাইকম্যান্ডের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়েই যে অধীর চৌধুরীরা মানসবাবুকে পদ ছাড়তে বলেছেন তা এককথায় হাবেভাবে স্পষ্ট প্রদেশ নেতৃত্বের কথাতেই। এব্যাপারে প্রদেশ নেতৃত্বের সিদ্ধান্তেই সম্মতি রয়েছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এখন জোটকে এগিয়ে নিয়েই যাওয়ার পক্ষপাতী সোনিয়া গান্ধী সহ কংগ্রেস নেতৃত্ব, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

এমতাবস্থায় বহুদিনের কংগ্রেস বিধায়ক মানস ভুঁইয়া কি পদক্ষেপ করেন সেটাই আপাতত দেখার।

English summary
Resign from PAC chairman post, Adhir Chowdhury sms Congress leader Manas Bhuniya
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X