For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যসভায় এই পাঁচ প্রার্থীকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস, নাম ঘোষণা মমতার

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন তা ঠিক করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা।

  • |
Google Oneindia Bengali News

রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের তরফে কারা প্রতিনিধিত্ব করবেন তা ঠিক করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। সেইমতো স্যোশাল নেটওয়ার্কিং সাইট ফেসবুকে প্রার্থীদের নাম ঘোষণা করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই।

এই পাঁচ প্রার্থী হলেন ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দু শেখর রায়, দোলা সেন, মানস ভুঁইয়া ও শান্তা ছেত্রী। এদের মধ্যে প্রথম তিনজন আগেই রাজ্যসভায় সাংসদ রয়েছেন। তাঁদের মেয়াদ শেষ হতে চলায় নতুন করে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া নতুন চমক হিসাবে রয়েছে মানস ভুঁইয়া ও শান্তা ছেত্রীর নাম।

রাজ্যসভায় এই পাঁচ প্রার্থীকে পাঠাচ্ছে তৃণমূল কংগ্রেস

এবারে বিধানসভা আসনের নিরিখে ৬টির মধ্যে ৫টিতে তৃণমূলের জয় নিশ্চিত। সোমবার মনোনয়ন জমা নেওয়ার প্রক্রিয়া চালু হবে। তার আগে এদিন রবিবারই ফেসবুক পেজে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন।

তৃণমূলের আর এক সাংসদ দেবব্রত সরকারের সাংসদ পদের মেয়াদ এবছরই শেষ হচ্ছে। তবে তাঁকে টিকিট দেওয়া হচ্ছে না। অন্যদিকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া মানসকে রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। একইসঙ্গে পাহাড়ের প্রাক্তন জিএনএলএফ নেত্রী শান্তা ছেত্রীকেও রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন মমতা।

English summary
Rajya Sabha seat : Mamata Banerjee declares TMC's 5 candidates list of Facebook
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X