For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুলিশ, তোমার এত ভুঁড়ি কেন? ভুঁড়ি কমাতে গাইডলাইন তৈরি করে দেবে হাইকোর্ট

পুলিশের ভুঁড়ি কমাতে গাইডলাইন তৈরি করবে হাইকোর্ট। সক্ষমতা ফেরাতে সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : পুলিশের ভুঁড়ি কমাতে গাইডলাইন তৈরি করবে হাইকোর্ট। সক্ষমতা ফেরাতে সেই গাইডলাইন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। ইতিমধ্যে একটি প্রশ্নমালা তৈরি করে দিয়েছে আদালত। হলফনামা আকারে পুলিশের তরফে সেই প্রশ্নের জবাব পাওয়ার পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গাইড লাইন তৈরি করে দেবে স্থূলকায় পুলিশদের জন্য।[ম্যাডাম চাইলে আমার চিকিৎসার খরচ দিতে পারেন, পাল্টা জবাব শোভা দের 'খোরাক' হওয়া পুলিশ কর্মীর! ]

রাজ্যবাসীর নিরাপত্তা রক্ষার দায়িত্ব যাঁদের হাতে, সেই পুলিশের এত ভুঁড়ি কেন? কেন চাকরিতে আসার পরই পুলিশের ভুঁড়ি হয়ে যায়? যাঁদের সব থেকে ফিট থাকা উচিত, সেই খাঁকি উর্দিধারীদের থলথলে মোটা পেট! ধরতে গেলে স্রেফ ছুটে পগার পার হয়ে যাবে দুষ্কৃতী। তাই পুলিশের জন্য গাইডলাইন তৈরি করতে নিদান দিল হাইকোর্ট।[ভুঁরি কমালেই মিলবে নগদ টাকা পুরস্কার!]

পুলিশ, তোমার এত ভুঁড়ি কেন? ভুঁড়ি কমাতে গাইডলাইন তৈরি করে দেবে হাইকোর্ট

হাইকোর্টেই উঠে পড়ল পুলিশের ভুঁড়ি নিয়ে এমন হাজারো প্রশ্ন। কেন পুলিশের এত ভুঁড়ি? তা হলফনামা দিয়ে জানতে চেয়েছিল কোর্ট। স্বরাষ্ট্র সচিবের পরিবর্তে উল্লেখহীন এক সচিব হলফনামা দেন। সেই হলফনামা বাতিল করে ফের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি ও কলকাতা পুলিশের কমিশনারের কাছে হলফনামা দাবি করে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে।[(ছবি) ১ মাসে ১০ কেজি মেদ ঝরানো এখন বাঁ-হাতের খেল!]

সেইসঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, আদালতের গাইডলাইন মেনে চলতে হবে পুলিশকে। এ অভিযোগ অমূলক নয় যে, চাকরিতে যোগ দেওয়ার পরই পাল্লা দিয়ে বাড়তে থাকে পুলিশের ভুঁড়ি। স্থুলকায় পেটের পুলিশে ছেয়ে গিয়েছে রাজ্য। কেন এই অবস্থা হয় পুলিশের?[চিনের রাস্তা, বিমানবন্দর, রেল স্টেশনের নিরাপত্তায় মোতায়েন 'রোবট পুলিশ']

অথচ যখন পুলিশে চাকরি পান কেউ, তখন তিনি দারুন ফিট থাকেন। তবে কি চাকরিতে যোগ দেওয়ার পর আর শারীরিক কসরত করেন না। শরীর রক্ষায় মনে দেন না। যা কিছু সব চাকরি পাওয়ার জন্যই! তাঁদের উপর যে গুরু দায়িত্ব, তা পালনে কোনও মন নেই। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানতে চান, ফিট থাকার জন্য পুলিশকে কী কী ট্রেনিং দেওয়া হয়? ভালো স্বাস্থ্য নিয়ে পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরই চূড়ান্ত আনফিট হয়ে যান কী করে? পুলিশের ফিটনেসের কোনও মাপকাঠি রয়েছে কি?

এই ছবিটা বদলানো দরকার। তা বদলাতেই সম্প্রতি জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। সেই মামলাতেই পুলিশ শরীর রক্ষায় বা ফিট থাকতে কী কী করে, তাঁদের উপর কেনও নির্দেশিকা রয়েছে কি না, তা জানিয়ে হলফনামা দিতে বলা হয় স্বরাষ্ট্রসচিবকে। এই সংক্রান্ত মামলার শুনানিতে শুক্রবার ফরে হলফনামা জমা দিতে নির্দেশ জারি করা হয়েছে। আদালতের দেওয়া প্রশ্নমালার জবাব চান হলফনামা আকারে। সেই হলফনামা পাওয়ার পরই ফিটনেসের গাইডলাইন তৈরি করবে আদালত। আর তা মেনে চলতে হবে পুলিশকে?

English summary
Pot Belly of Police : High Court will make the guidelines to reduce belly.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X