For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে হাজরায় বিজেপির মিছিলে লাঠিচার্জ পুলিশের, আহত ১৫

কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে হাজরায় বিজেপি-র অবস্থান বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ১৫ জন বিজেপি কর্মীর মাথা ফেটেছে বলে বিজেপি অভিযোগ করছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২০ অক্টোবর : কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে হাজরায় বিজেপি-র অবস্থান বিক্ষোভে লাঠিচার্জের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় ১৫ জন বিজেপি কর্মীর মাথা ফেটেছে। তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। মিছিল করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দিকে বিজেপি নেতা-কর্মীরা এগনোর উদ্যোগ নিলেই পুলিশ লাঠিচার্জ করে। মহিলা কর্মী-সমর্থকদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ।

বুধবার আসানসোলে মন্ত্রী মলয় ঘটকের বাড়ির সামনে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। তৃণমূল কর্মীরা মারধর করে সেই শান্তিপূর্ণ কর্মসূচি পণ্ড করে দেয়। ওই কর্মসূচিতে যোগ দিতে যাওয়া বাবুল সুপ্রিয়ও উপর হামলা করা হয়। তাঁকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। একটি ইট তাঁর বুকে লাগে। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে হাজরা মোড়ে অবস্থান-বিক্ষোভ কর্মসূচি নেয় বিজেপি।

বাবুল সুপ্রিয়র উপর হামলার প্রতিবাদে হাজরায় বিজেপির মিছিলে লাঠিচার্জ পুলিশের, আহত ১৫

প্রতিবাদে হাজরা মোড়ে বসে পড়েন রূপাদেবী। তারপর তিনি বলেন, কেন কেন্দ্রীয়মন্ত্রীর উপর হামলা চালানো হল তাঁর জবাব দিতে হবে। পুলিশ কেন নিষ্ক্রিয় ছিল ওইদিন, তার জবাব দিতে হবে পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এই বলেই তিনি বিজেপি-কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মুখ্যমন্ত্রী বাড়ির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

পুলিশ ব্যারিকেড ভেঙে মিছিল এগনোর চেষ্টা করলেই পুলিশ বিজেপি কর্মীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শান্তিপূর্ণ মিছিলে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।

English summary
Police lathi charged while BJP worker protest against attack on Babul Supriyo
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X