For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হেলমেট ছাড়া বাইকে সওয়ারি, দিলীপ-লকেটের বিরুদ্ধে মামলা

হেলমেট ছাড়াই বাইক চালিয়ে ঘোর বিতর্কে বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই বাইকেই আবার সওয়ারি রাজ্য বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁর মাথাও হেলমেটহীন।

Google Oneindia Bengali News

পুলিশের অনুমতি ছাড়াই বাইক র‍্যালি করে ফের বিপাকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। গেরুয়া শিবিরের দুই নেতা-নেত্রীর নামে মামলা দায়ের করল পুলিশ। স্বতঃপ্রণোদিত এই মামলায় জামিনযোগ্য দু'টি ধারা যুক্ত করা হয়েছে। প্রথমত অনুমতি ছাড়াই র‍্যালি। দ্বিতীয় অভিযোগ হেলমেটহীন মাথায় বাইকে সওয়ারি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' আমান্য করাই শুধু নয়, বিজেপি রাজ্য সভাপতি নিজে বাইক চালিয়েছেন হেলমেট না পরে। এটা ভালও উদাহরণ নয়। এমনকী তিনি লকেট চট্টোপাধ্যায়কে সেই বাইকের সওয়ারি করেছেন, যাঁর হাতে হেলমেট দেখা গিয়েছে, কিন্তু তিনি পরেননি। অর্থাৎ ট্রাফিক আইনের পরোয়া করেননি দুই নেতা-নেত্রীই।

হেলমেট ছাড়া বাইকে সওয়ারি, দিলীপ-লকেটের বিরুদ্ধে মামলা

সেই কারণেই এই মামলা দায়ের করা হয়েছে। এর আগেও একই অভিযোগে মামলা করেছিল কোচবিহার পুলিশ। দিলীপবাবু বলেছিলেন, এটা তাঁর প্রতিবাদ। কেননা, রায়গঞ্জে ভোটের আগে মাত্রাহীন সন্ত্রাস চলছে। পুলিশের কোনও ভূমিকাও নেই।

এলাকার মানুষ সন্ত্রস্ত। তাঁরা ভোট দিতে বের হতে ভয় পাচ্ছেন। তাই এই বাইক র‍্যালির সিদ্ধান্ত। পুরো এলাকা ঘুরে মানুষকে আশ্বস্ত করতেই তাঁরা পথে নেমেছিলেন। প্রায় ১৫-২০টি বাইক ছিল এই র‍্যালিতে। কারও মাথাতেই হেলমেট ছিল না।

এদিন লকেট চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, প্রশাসনকে সামনে রেখে গুণ্ডামি করছে তৃণমূল। হেলমেট পরিনি বলে মামলা করেছে আমার নামে। আর একজন দেশবিরোধী কথা বলে চলেছে, কী ব্যবস্থা নিয়েছে প্রশাসন? তৃণমূলের এই মাত্রাহীন সন্ত্রাসের বিরুদ্ধে ২৫ মে লালবাজার অভিযানের ডাক দিয়েছে বিজেপি।

English summary
Police filed case against Dilip Ghosh and Locket Chatterjee for bike rally without helmet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X