For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত, সাইবার ক্রাইম থানায় এফআইআর

কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত। অভিযোগ, কবি তাঁর কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছেন। তাঁর কবিতা মানুষের ভাবাবেগে আঘাত করেছে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২১ মার্চ : কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত। অভিযোগ, কবি তাঁর কবিতার মাধ্যমে বিদ্বেষমূলক প্রচার চালিয়েছেন। তাঁর কবিতা মানুষের ভাবাবেগে আঘাত করেছে। মূলত এই অভিযোগ তুলে সাইবার ক্রাইম থানায় শ্রীজাত-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জনৈক অর্ণক সরকার। এর পরিপ্রেক্ষিতে কবি জানিয়েছেন, এই ঘটনা দুর্ভাগ্যজনক ও হাস্যকর। এত সহজে বাক স্বাধীনতা হরণ করা যাবে না।

সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে যোগী আদিত্যনাথের শপথ গ্রহণের পর শ্রীজাত একটি কবিতা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন। সেই কবিতার শেষ দু'টি পংক্তি এক শ্রেণির মানুষের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ আনা হয়। সেই অভিযোগে শ্রীজাত বিরুদ্ধে সাইবর ক্রাইম থানায় অভিযোগও দায়ের করা হয়। বলা হয়, কবিতার মধ্য দিয়ে যে কথা কবি প্রকাশ করতে চেয়েছেন, তাতে যে ভাবধারার প্রকাশ পেয়েছে তা ঠিক নয়। কবি সবটা না জেনেই এই মত প্রকাশ করেছেন।

কবিতা লিখে নিশানায় কবি শ্রীজাত, সাইবার ক্রাইম থানায় এফআইআর

শ্রীজাত এই এফআইআর প্রসঙ্গে জানান, যুগে যুগে সত্যি কথা লেখার জন্য বিপাকে পড়েছেন। এই বিশ্ব কবিতা দিবসে কবিতা লিখে আমাকেও নিশানা করা হল। আমি মনে করি, এত সহজে কবির স্বাধীনতা হরণ করা যাবে না। আমার কাজ লেখা আমি লিখে যাব, যাদের বাধা দেওয়া কাজ, তারা বাধা দেবেন। এই এফআইআরকে তিনি দুর্ভাগ্যজনক ও হাস্যকর বলে মনে করেন। সাহিত্যিক মহলেও এই ঘটনায় নিন্দার ঝড় ওঠে।

English summary
Poet Srijato have faced problem to write poetry, FIR lodged in cyber crime police station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X