For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১ লক্ষ টাকার প্যাকেজে ভর্তি করিয়ে ৪০ দিনে বিল ২৫ লক্ষ! বিতর্কে অ্যাপোলো

১ লক্ষ টাকার প্যাকেজে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে ২৫ লক্ষ। ৪০ দিন কেটে গেলেও রোগমুক্তি মেলেনি।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি : ১ লক্ষ টাকার প্যাকেজে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছিলেন রোগী। ইতিমধ্যে খরচ হয়ে গিয়েছে ২৫ লক্ষ। ৪০ দিন কেটে গেলেও রোগমুক্তি মেলেনি। উল্টে অবস্থার অবনতি হয়েছে। এই ব্যয়সাপেক্ষ খরচ সামলাতে না পেরে সরকারি হাসপাতালে রোগীকে স্থানান্তর করতে চায় রোগীর বাড়ির লোকজন। কিন্তু অযথা বিলম্বিত হচ্ছে সেই প্রক্রিয়া। অভিযোগ, আবারও একটা সঞ্জয় রায়ের ঘটনা ঘটতে চলেছে অ্যাপোলোতে।[বিলের টাকা না মেটালে হোমে চালান করে দেওয়া হবে মেয়েকে, নার্সিংহোমের হুঁশিয়ারিতে আত্মঘাতী বাবা]

গত ১৫ জানুয়ারি ফুসফুসে জল জমার সমস্যা নিয়ে অ্যাপোলোয় ভর্তি হন মালদহের বাসিন্দা ভগবতী কেশরী। এক লক্ষ টাকার প্যাকেজে রোগীকে ভর্তি করা হয়। কিন্তু ৪০ দিনে ২৫ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছে। সাধ্যের বাইরে চলে গিয়েছে ওই রোগীর পরিবারের। তাই রোগীকে সরানোর ভাবনা রোগীর পরিবারের।[অ্যাপোলো কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যসচিবের, বর্ধমানের ঘটনায় তদন্তের নির্দেশ সিএমওএইচকে]

১ লক্ষ টাকার প্যাকেজে ভর্তি করিয়ে ৪০ দিনে বিল ২৫ লক্ষ! বিতর্কে অ্যাপোলো

সঞ্জয় রায়ের ক্ষেত্রেও একই অবস্থা ঘটেছিল। তাঁকে অন্য হাসপাতালে বদলি করার ক্ষেত্রেও এভাবেই দেরি করা হয়েছিল। এই ঘটনায় বিল বাড়াতে রোগীকে আটকে রাখার প্রবণতাই বিষয়টিই প্রকট করে।[ফের বিতর্কে অ্যাপোলো হাসপাতাল, চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু ডিসচার্জের দিনে]

এদিকে স্বাস্থ্য ভবনে অ্যাপোলো কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নন স্বাস্থ্য সচিব। এই পরিস্থিতির মোকাবিল অনেক সহজ পথে করা যেত। তার চিকিৎসাও সহজ পদ্ধতিতে করা যেত বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে সুপ্রিম কোর্টের গাইড লাইনও মানা হয়নি বলে অভিযোগ।

English summary
Patient was admitted in Apollo in 1 lakh package, but 40-day bill is 25 lakh!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X