For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নোট বাতিল : দুর্নীতি দমনের নামে হৃদয়হীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, বললেন মমতা

রাতারাতি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৯ নভেম্বর : রাতারাতি ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, অবিলম্বে এই কঠোর সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। মঙ্গলবার রাতে ঘোষণার পরই টুইট করে ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। [একনজরে : ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল নিয়ে কে কী বলছেন]

এদিন মমতা স্পষ্ট করে দেন, তিনিও কালো টাকা ও দুর্নীতির বিরোধী। কিন্তু, কেন্দ্রীয় সরকার মানুষকে বিপাকে ফেলার যে সিদ্ধান্ত নিয়েছে, তাকেও সমর্থন করতে পারছেন না। মানুষকে বিপদে ফেলে কোনও কিছু করার ঘোর বিরোধিতা করছে। প্রধানমন্ত্রী একবারও ভাবেননি সাধারণ মানুষ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা। তাঁদের কী হবে? [৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল: ঝামেলা এড়াতে কী করণীয় সাধারণ মানুষের?]

দুর্নীতি দমনের নামে হৃদয়হীন সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের, বললেন মমতা

এ তো অচলাবস্থা তৈরির নামান্তর। মমতার প্রশ্ন, প্রধানমন্ত্রী ভাববেন না, মাঝরাত থেকে ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল করে দিলে সকাল থেকে সাধারণের কী? ১০০ টাকার নোটের কতই বা যোগান আছে। সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনবেন কী করে। এটি একেবারেই তুঘলকি সিদ্ধান্ত। প্রধানমন্ত্রী শ্রমিক শ্রেণি, কৃষক ও সাধারণ মানুষের কথা ভাবেননি।

মুখ্যমন্ত্রীর অভিযোগ, দুর্নীতি দমনের নামে সাধারণ ও মধ্যবিত্ত মানুষের উপর হৃদয়হীন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। এতে সমস্যায় পড়বে জনসাধারণ। ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া অত্যন্ত অপরিণত একটা সিদ্ধান্ত। নিজের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী এইসব করছেন বলে কটাক্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

English summary
Note Ban : mamata said it's a heartless decision
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X